এ্যাডার
Add শব্দের অর্থ যোগ। অর্থাৎ Adder হলো যোগের বর্তনী। যে সমবায় বর্তনী ২টি বিট যোগ করে তাকে Adder বলে।
Adder দুই প্রকার। যথা - ক) Half adder (অর্ধ যোগের বর্তনী ) ও খ) Full adder (পূর্ণ যোগের বর্তনী )
ক) Half adder (অর্ধ যোগের বর্তনী )
ইহা অর্ধ যোগের বর্তনী কারণ ইহা Carry বিট যোগ করতে পারে না। শুধু দুটি একক সংখ্যা বিট যোগ করে। হাফ এ্যাডারের সাহায্যে ইনপুট হিসেবে দুটি সংখ্যা A ও B যোগ করে আউটপুটে যোগফল (Sum) ও হাতে থাকা সংখ্যা (Carry) প্রদান
করে।
হাফ এ্যাডারের সত্যক সারনীঃ
-
চিত্রঃ হাফ অ্যাডারের সত্যক সারণি
Dc‡ii mZ¨K mvibx n‡Z cÖvß output Gi mgxKiY
Sum =AB+AB
এবং![]() |
মৌলিক ও যৌগিক গেটের সাহায্যে হাফ এ্যাডার
বাস্তবায়ন |
NAND গেটের সাহায্যে Half adder বাস্তবায়ন
যেহেতু NAND গেটের আউটপুটে চলক দুটি গুন অবস্থায় আছে ও তাই Sum এর আউপুটর X-OR গেটের যোগকে গুন করতে হবে।
![]() |
NAND গেটের সাহায্যে Half adder বাস্তবায়ন
NOR গেটের সাহায্যে Half adder বাস্তবায়ন
যেহেতু NOR গেটের আউটপুটে চলক দুটি যোগ অবস্থায় আছে তাই sum ও carry এর আউপুটের যোগ ঠিক রেখে সকল গুনগুলো যোগ করতে হবে।
No comments
Don't share any link