ডেটা ট্রান্সমিশন মোড কি? (What are the different data transmission modes?)

 

ডেটা ট্রান্সমিশন মোড বলতে কি বোঝ এবং তাদের প্রকারভেদ (Data transmission mode and its types)

ডেটা ট্রান্সমিশন মোড

উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয় ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়      

) সিমপ্লেক্স মোড

) হাফ ডুপ্লেক্স মোড

) ফুল ডপ্লেক্স মোড



সিমপ্লেক্স মোড 

যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি শুধুমাত্র একদিকে ডেটা প্রেরণ করতে পারে তাকে সিমপ্লেক্স ট্রান্সমিশন বলে যেমন- রেডিও, টিভি অথবা কী বোর্ড থেকে সিপিইউ বা কম্পিউটারে, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা ট্রান্সফার এসব ক্ষেত্রে সিগনাল গ্রহণ করতে পারে কিন্তু প্রেরণ করতে পারে না

Simplex mode of data transmission
Simplex mode of Data transmission

 


                        

হাফ ডুপ্লেক্স মোড

হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশনের মাধ্যমে উভয় দিকে ডেটা প্রেরণ করা যায়, তবে একই সময় একই সাথে  নয় এই পদ্ধতিতে একটি ডিভাইস একই সময়ে প্রেরণ গ্রহন দুটি কাজ একত্রে করতে পারে না পর্যায়ক্রমে যে কোন একটি কাজ করবে এক প্রান্ত থেকে ডেটা পাঠানো হলে অপর প্রান্ত তা গ্রহন করার পর পুনরায় ডেটা প্রেরণ করবে এবং প্রথম প্রান্ত প্রেরণ করার পর তা গ্রহন করবে   যেমন- ওয়াকিটকির ক্ষেত্রে একজন কথা বলে ওভার বলার পর অন্য জন কথা বলতে পারে


ফুল ডুপ্লেক্স মোড


ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশনের মাধ্যমে উভয় দিকে একইসাথে একই সময়ে ডেটা প্রেরণ গ্রহন করা যায় অর্থাৎ একইসাথে প্রেরক প্রাপক ডেটা আদান প্রদান করতে পারে  এই পদ্ধতিতে একটি ডিভাইস একই সময়ে একই সাথে প্রেরক গ্রাহক যন্ত্র হিসেবে কাজ করতে পারে যেমন- টেলিফোন, মোবাইল এর মাধ্যমে একসাথে দুইজন কথা বলতে পারে দুটি কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সমিশনও ফুল-ডুপ্লেক্স

What Is Full Duplex Mode of Data Transmission
Full-Duplex Mode of Data Transmission


 

আবার প্রাপকের সংখ্যা ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায় এগুলো হলো-

. ইউনিকাস্ট

. ব্রডকাস্ট

. মাল্টিকাস্ট




.  ইউনিকাস্ট : যে ডেটা  ট্রান্সমিশন পদ্ধতিতে একটি প্রেরক থেকে পাঠানো ডেটা শুধুমাত্র একটি প্রাপকই গ্রহণ করতে পারে সে পদ্ধতিকে ইউনিকাস্ট ট্রান্সমিশন বলে সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোডকে ইউনিকাস্ট (Unicast) মোড বলা হয়




What is Broadcast Data Transmission Mode
Broadcast Data Transmission Mode


. ব্রডকাস্ট : যে ডেটা  ট্রান্সমিশন পদ্ধতিতে  নেটওয়ার্কের কোন একটি কম্পিউটার থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্ত সকল নোডই তা গ্রহণ করতে পারে তাকে ব্রডকাস্ট ট্রান্সমিশন বলে যেমন টিভি সম্প্রচার কেন্দ্র থেকে কোন কিছু সম্প্রচার করলে তা সকল গ্রাহক টিভিতে দেখতে পারে




 

 

 


What is Multicast Data Transmission Mode
Multicast Data Transmission Mode


মাল্টিকাস্ট

যে ডেটা  ট্রান্সমিশন পদ্ধতিতে  নেটওয়ার্কের কোন একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্ত সকল নোডই গ্রহণ  না করে শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপের সকল সদস্য গ্রহণ করতে পারে তাকে মাল্টিকাস্ট বলে যেমন ভিডিওকনফারেন্সিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র যাদের অনুমতি থাকবে তারাই অংশগ্রহণ করতে পারবে



আরো কিছু প্রশ্ন

বিশ্বগ্রাম কি

ব্রিজ কী?

আউটসোর্সিং কী?

বায়োমেট্রিক পদ্ধতি আসলে কি?













সাইবার ক্রাইম মানে কি? 

কৃত্রিম বুদ্ধিমত্তা কি

ওয়াইম্যাক্স কি?

রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?

ক্রায়োসার্জারি মানে কি? 

অফিস অটোমেশন বলতে কি বুঝ?

 ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী,

জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির

তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?

ভার্চুয়াল রিয়েলিটি কী?

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?

দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং 

ন্যানো টেকনোলজি বলতে কি বুঝ? 

টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?

 ওয়াইফাই এর পূর্ণরূপ কি

ই-কমার্স কি? 

ই মেইল কী?

স্মার্ট হোম এর সুবিধাগুলো কি?

জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির

ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে? 









 

 

 

 

 


The types of data transmission modes
Compare among different types of data transmission modes

No comments

Don't share any link

Theme images by rusm. Powered by Blogger.