ডেটা ট্রান্সমিশন মোড কি? (What are the different data transmission modes?)
ডেটা ট্রান্সমিশন মোড বলতে কি বোঝ এবং তাদের প্রকারভেদ (Data transmission mode and its types)
ডেটা ট্রান্সমিশন মোড
উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়।
১) সিমপ্লেক্স মোড
২) হাফ ডুপ্লেক্স মোড
৩) ফুল ডপ্লেক্স মোড
সিমপ্লেক্স মোড
যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি শুধুমাত্র একদিকে ডেটা প্রেরণ করতে পারে তাকে সিমপ্লেক্স ট্রান্সমিশন বলে। যেমন- রেডিও, টিভি অথবা কী বোর্ড থেকে সিপিইউ বা কম্পিউটারে, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা ট্রান্সফার। এসব ক্ষেত্রে সিগনাল গ্রহণ করতে পারে কিন্তু প্রেরণ করতে পারে না।
Simplex mode of Data transmission |
হাফ ডুপ্লেক্স মোড
ফুল ডুপ্লেক্স মোড
Full-Duplex Mode of Data Transmission |
আবার প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-
ক. ইউনিকাস্ট
খ. ব্রডকাস্ট
গ. মাল্টিকাস্ট
Broadcast Data Transmission Mode |
Multicast Data Transmission Mode |
মাল্টিকাস্ট
যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে
নেটওয়ার্কের কোন একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্ত সকল নোডই গ্রহণ
না করে শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রুপের সকল সদস্য গ্রহণ করতে পারে তাকে মাল্টিকাস্ট বলে। যেমন ভিডিওকনফারেন্সিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র যাদের অনুমতি থাকবে তারাই অংশগ্রহণ করতে পারবে।
আরো কিছু প্রশ্ন
রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?
ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং
টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে?
Compare among different types of data transmission modes |
No comments
Don't share any link