সাইবার ক্রাইম মানে কি? What do you know about Cybercrime?
সাইবার ক্রাইম মানে কি? (
Cybercrime |
সাইবার ক্রাইমঃ ইন্টারনেট
ব্যবহার করে যে সকল অপরাধ সংঘটিত হয় তাই সাইবার ক্রাইম নামে পরিচিত। সাইবার ক্রাইম
একটি কম্পিউটার অপরাধ। নিচে কয়েকটি সাইবার ক্রাইম আলোচনা করা হলো।
সফটওয়ার পাইরেসিঃ সফটওয়ার
পাইরেসি বলতে পস্তুতকারীর বিনা অনুমতিতে কোন সফটওয়ার কপি করা, নিজের নামে বিতরণ করা
কিংবা কোন রকম পরিবর্তন করে নিজের মামে চালিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রম বোঝায়। ইহা
নৈতিকভাবে অগ্রহনযোগ্য।
সাইবার আক্রমনঃ সাইবার
আক্রমন হল কোন ব্যাক্তি বা গ্রুপের অনুমতি ছাড়া তাদের কম্পিউটারের নিয়ন্ত্রন অর্জনের
প্রচেষ্টা, তাদের সমস্ত গতিবিধিকে ট্রাক করা, তাদের ফাইল, প্রোগ্রাম বা হার্ডওয়ার ধ্বংস
বা ক্ষতি সাধন করা।
সাইবার চুরিঃ কম্পিউটার
ববহার করে ব্যবসায়িক অথবা ব্যক্তিগত তথ্যাদি চুরি করাই হল সাইবার চুরি। সাইবার চুরি
দুই ধরনের যথা- ডেটা চুরি ও আইডেন্টিটি চুরি।
Types of Cybercrime |
কপিরাইট লঙ্ঘনঃ কপিরাইট
হলো মেধাস্বত্ত। মেধাস্বত্ত হলো কোন লেখকের প্রকাশিত বা অপ্রকাশিত সকল সৃষ্টিকর্মকে
সুরক্ষা করা। যদি তথ্য প্রযুক্তি সংক্রান্ত সৃষ্টিশীল কর্মের মেধাস্বত্তকে গুরুত্ব
না দেয়া হয় ও কপিরাইট আইনে সুরক্ষা না করা হয় তবে উদ্ভাবন ও সৃজনশীলতা ব্যহত হয়।
স্প্যামিংঃ স্প্যমিং
হলো ইন্টারনেটে ব্যাপকভাবে প্রেরিত অনাকাংখিত বাক্য বা ম্যসেজসমূহ। ই-মেইল একাউন্টে
এধরনের ম্যাসেজ প্রায়ই দেখা যায় যা আমাদে বিরক্তির সৃষ্টি করে।
ভাইরাসঃ VIRUS এর পূর্ণ অর্থ Vital Information Resource under Siege । ভাইরাস হলো কম্পিউটারের এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমন ও বিস্তার করে কম্পিউটারে রক্ষিত অন্য প্রোগ্রাম নষ্ট করে দেয়।
প্লেজারিজমঃ প্লেজিয়ারিজম
হলো অন্যের লেখা বা গবেষণালব্ধ তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়া। বর্তমান তথ্য প্রযুক্তি
অবাধ স্বধীনতার ফলে প্লেজারিজম একটি বড় ধরণের অনৈতিক কাজ পরিনত হয়েছে।
হ্যাকিংঃ প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে অনুমতি ব্যতীত কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে অন্যের পাসওয়ার্ড ভেঙে তথ্য চুরি করা, অন্যের কম্পিউটার সিস্টেম নষ্ট করে দেওয়া বা নেটওয়ার্কের ক্ষতি করাকে হ্যাকিং বলে। আর যে বা যারা হ্যাকিং করে তাদের হ্যাকারা বলে।
ফিশিং ও ভিশিংঃ ইন্টারনেটের
মাধ্যমে যেমন ই-মেইল বা ম্যাসেজের মাধ্যমে বিভিন্ন টোপ দিয়ে বা ফাঁদ পেতে ব্যবহারকারীকে
বিপদে ফেলা। যা সম্পূর্ণ প্রতারণামূলক। এবং টেলিফোন, মোবাইলে কল করে বা অডিওর মাধ্যমে
ফিশিং করাই হল ভয়েস ফিশিং বা ভিশিং।
স্পুফিং (spoofing) ও স্নিকিং (sneaking): স্পুফিং হল কৌশল
অবলম্বন করে প্রতারণা করা। যেমন ই-মেইল স্পুফিং, আইপি স্পুফিং, এ্যাড্রেস বার স্পুফিং
ইত্যাদি। এবং স্নিকিং হলো ব্যবহারকারীরর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে
প্রবেশ করে তার প্রয়োজনীয় তথ্য নিজের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া।
আরো বিশেষ কিছু বিষয়ে জানুন
সাধারণত রোমিং বলতে আমরা কি বুঝি?
Bluetooth কী? ব্লুটুথ এর বৈশিষ্ট্য লিখ
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
ডেটা ট্রান্সমিশন মোড কি?
No comments
Don't share any link