প্রযুক্তির দিক দিয়ে GPRS ও EDGE এর পূর্ণরুপ কি?
GPRS ও EDGE বলতে বুঝি
GPRS এর পূর্ণ অর্থ General Packet Radio Service. এটি প্যাকেট সিস্টেমে ডেটা আদান প্রদান করে। GPRS উচ্চ ডেটারেট ও দীর্ঘ ম্যাসেজের জন্য খুবই কার্যকরী। ইহা 2G ও 3G সেলুলার মোবাইলফোনে GSM প্রযুক্তির ডেটা সার্ভিস। GPRS এর মাধ্যমে অতি সহজে ছবি, ভিডিও, ইমেজ ও টেক্সট পাঠানো যায় এবং সার্বক্ষনিক ইন্টারনেটের সাথে যুক্ত থাকা যায়।
GPRS |
GPRS হচ্ছে পুরাতন ইন্টারনেট টেকনোলজি যে সিস্টেম এ সর্বোচ্চ
20 kbps ইন্টারনেট
এর স্পীড পাওয়া সম্ভব । বিশ্বের প্রায় সব দেশেই এ সিস্টেমটি ব্যবহার করা হয়।
EDGE এর পূর্ণ অর্থ Enhanced Data rates for GSM Evolution. এটি GSM প্রযুক্তিতে উন্নত ডেটা ট্রান্সমিশন রেট প্রদান করে। EDGE প্রযুক্তি 3G সমর্থন করে। এটি মূলত: TDMA পদ্ধতিতে কাজ করে।এর সুবিধা হল ভিডিও ও মাল্টিমিডিয়ার ব্যবহার করা যায়। চ্যাটিংসহ অনলাইনে গেমস খেলা যায়। দ্রুতগতিতে ই-মেইল আদান প্রদান করা যায়।
EDGE |
EDGE; GPRS এর চেয়ে খুব দ্রুত কাজ করতে সক্ষম এবং এতে সর্বোচ্চ
স্পীড পাওয়া সম্ভব 60kbps। এটিও প্রায় সব দেশে ব্যবহার করা হয়।
আরো কিছু প্রশ্ন
রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?
ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে?
সাধারণত রোমিং বলতে আমরা কি বুঝি?
No comments
Don't share any link