ন্যানো টেকনোলজি বলতে কি বুঝ? (What do you understand by Nano-technology)

 

ন্যানো টেকনোলজি কাকে বলে?(what is nanotechnology?)


Nanotechnology definition
Nanotechnology



ন্যানো টেকনোলজি 

ন্যানো স্কেল বলতে বুঝায় 10-9 বা কোন এককের একশত কোটি ভাগের এক ভাগকে এক ন্যানো বলে। কোন ডিভাইসকে অতি ক্ষুদ্র কিন্তু কার্র্যক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে উক্ত ন্যানো স্কেলে ঐ ডিভাইস তৈরির প্রযুক্তিকে ন্যানো টেকনোলজি বলে।

ব্যাখ্যাঃ Nano শব্দটি গ্রিক শব্দ Nanos শব্দ থেকে উৎপত্তি। যার অর্থ হলো বামন বা অতি ক্ষুদ্র এবং টেকনোলজি শব্দের অর্থ প্রযুক্তি। অর্থাৎ ন্যানো টেকনোলজি হল পারমানবিক বা আনবিক স্কেলে তৈরি অতি ক্ষুদ্র প্রযুক্তি।  ন্যানো হচ্ছে আর্ন্তজাতিক পরিমাপের একক। এক ন্যানো মিটার হচ্ছে এক মিটারের একশত কোটি ভাগের এক ভাগ বা 10-9

Nanotechnology uses
What is nanotechnology 


বস্তুর ক্ষুদ্রতম অংশকে অনু বলে এবং অনুর ক্ষুদ্রতম অংশকে পরমানু বলে। অতএব পরমানু এত ছোট যে চোখে দেখা যায় না। ন্যানো টেকনোলজি প্রযুক্তির প্রধান সুবিধা হচ্ছে অনু-পরমানু ভেঙ্গে বা জোড়া লাগিয়ে বা সাজিয়ে কাংখিত কোন উন্নত বস্তু তৈরী করা। এ প্রযুক্তির সফল প্রয়োগ সেমিকন্ডাক্টর আবিষ্কার। যার ফলে কম্পিউটার, রেডিও, টিভি, মোবাইল, ফ্রিজ সহ ইলেক্টনিক যন্ত্রপাতি ছোট থেকে ছোটতর হতে আছে।

প্রক্রিয়াঃ   ন্যানো প্রযক্তির ক্ষেত্রে দুটি প্রক্রিয়া আছে Top to Bottom এবং Bottom to TopTop to Bottom হল উপর থেকে নীচে অর্থাৎ কোন বড় জিনিসকে কেটেছেটে অতিক্ষুদ্র করে একটি নির্দিষ্ট আকার দেওয়া। Bottom to Top হল নীচ থেকে উপরে অর্থাৎ অতি ছোট ছোট আকারের জিনিস দিয়ে বড় কোন জিনিস তৈরি করা।

ন্যানো টেকনোলজির ব্যবহারঃ


ফুয়েল সেল প্রস্তুতিতে

জ্বালানী তৈরীতে বিশেষ করে হাইড্রজেনের আয়নের জ্য ফুয়েল তৈরী ও সৌর শক্তির বিকল্প হিসেবে ন্যানো টেকনোলজি ব্যবহার হচ্ছে।

মোটর ইঞ্জিনে

ইলেক্ট্রনিক যন্ত্রপাতির ওজন ও আয়তন কমাতে ও স্থায়িত্ব ও কর্মদক্ষতা বাড়াতে এবং হালকা ও কম ওজনের গাড়ি তেরীতে ন্যানো টেকনোলজি ব্যবহার হচ্ছে।

খাদ্য সংরক্ষণে

ন্যানো প্রযুক্তি ব্যবহারের ফলে খাদ্য সংরক্ষন করা সহজ হয়েছে। এইপ্রযুক্তি প্রয়োগের ফলে খাদ্যের স্বাদগুন বৃদ্ধ করাহয়ে থাকে।

বায়ু শোধনে

 বিভিন্ন মোটরযান ও শিল্পকারখানা হতে নির্গত কালোবিষাক্ত ধোয়াকে পরিশোধিত করে নির্মল বায়ুতে পরিনত করতে ন্যানো প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে।

চিকিৎসা ক্ষেত্রে

ন্যানো টেকনোলজি প্রয়োগ করে বিভিন্ন রোগ ডায়াগোনাইসিস, রোগের ঔষধ প্রয়োগ, ক্যান্সারের জীবানু ধ্বংস ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। মানব দেহের কৃত্রিম অংগ প্রত্যংগ তৈরীতে ন্যানো টেকনোলজি ব্যবহার হচ্ছে।

প্রসাধনী শিল্পে

বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

জীবানুমূক্ত পানি সরবরাহে

 ন্যানো পযুক্তি ব্যবহার করে ভূগর্ভস্থ  পানি থেকে বিভিন্ন বর্জ অপসারণ করা সম্ভব হচ্ছে।

পরিবেশ সুরক্ষায়

পরিবেশসুরক্ষায়  ন্যানো প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে।

কম্পিউটিংএ

কম্পিউটারের প্রসেসরের গতি ও কর্মদক্ষতা বৃদ্ধিতে, ভেডিও গেমস তৈরীতে, রোবট তৈরীতে ইত্যাদি কাজে ন্যানো টেকনোলজি ব্যবহার হচ্ছে।

সুক্ষ্ম যন্ত্রপাতি তৈরিতে

কম্পিউটার বা বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইসের সুক্ষ্মাতিসুক্ষ্ম যন্ত্রপাতি তৈরিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার হচ্ছে।


আরো পড়ুন










সাইবার ক্রাইম মানে কি? 

কৃত্রিম বুদ্ধিমত্তা কি

ওয়াইম্যাক্স কি?

রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?

ক্রায়োসার্জারি মানে কি? 

অফিস অটোমেশন বলতে কি বুঝ?

 ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী,

জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির

তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?

ভার্চুয়াল রিয়েলিটি কী?

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?

দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং 

ন্যানো টেকনোলজি বলতে কি বুঝ? 

টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?

 ওয়াইফাই এর পূর্ণরূপ কি

ই-কমার্স কি? 

ই মেইল কী?

স্মার্ট হোম এর সুবিধাগুলো কি?

No comments

Don't share any link

Theme images by rusm. Powered by Blogger.