ওয়াইম্যাক্স কি? ওয়াইম্যাক্স এর ব্যবহার ও সুবিধাসমুহ কি কি?

 

ওয়াইম্যাক্স (WiMAX) বলতে কি বুঝ এবংএদের ব্যবহার ও সুবিধা 

ওয়াইম্যাক্স হলো বৃহৎ এরিয়ার (সর্বোচ্চ ৬০ কিলোমিটার) মধ্যে অবস্থিত ইলেক্ট্রনিক ডিভাইস গুলি তারবিহীন নেটওয়ার্ক সেবা প্রদানের জন্য ব্যবহৃত তারবিহীন মেট্রপলিটন এরিয়া নেটওয়ার্ক (WMAN) প্রযুক্তি  ইহা রেডিও ওয়েভ ব্যবহার করে বৃৃহৎ পরিসরের মধ্যে উচ্চগতির নেটওয়ার্ক সেবা প্রদান করে


WiMAX
WiMAX


WiMAX এর পূর্ণ অর্থ হলো- Worldwide Interoperability for Microwave Access (ওয়াল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ এ্যাক্সেস) ওয়াই-ম্যাক্স একটি স্বল্প ব্যায়ে সীমিত আয়তনের এলাকার মধ্যে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানের সুধিাজনক প্রযুক্তি একটিমাত্র বেস স্টেশন থেকে নির্দিষ্ট দুরত্ব পর্যন্ত এটা কার্যকর  ওয়াইম্যাক্স দিয়ে পুরো একটি শহরে নেটওয়ার্ক বিস্তার করা যায় বাংলাদেশে দুটি জনপ্রিয় ওয়াই-ম্যাক্স কোম্পানি হলো Bangla-Lion এবং Qubee

 

ওয়াই-ম্যাক্স প্রযুক্তির  বৈশিষ্ট্য সুবিধা

. এটি এক ধরনের উচ্চগতির তারবিহীন যোগাযোগ ব্যবস্থা যা  ১০ কি.মি. হতে ৫০ কি.মি. এর মধ্যে ডেটাআদান প্রদান, টেলিযোগাযোগ এবং আইপি টিভি সার্ভিস ইত্যাদি বিভিন্ন কাজে ব্যাপক সহায়তা প্রদান করে

.  এটি ৩এ টেকনোলজি সাপোর্ট করে

. এটিতে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করে  দ্রুত ডাটা আদান প্রদান সম্ভব এর স্পিড ১০ কিলোমিটারের মধ্যে ১০ গনঢ়ং

. অডিও ভিডিও কনফারেন্স করা সম্ভব

. অন্যান্য নেটওয়ার্কের তুলনায় খরচ অপেক্ষাকৃত কম

 

ওয়াই-ম্যাক্সের অসুবিধাসমূহ

. ৫০ কিলোমিটারের বেশি দূরত্বে ৭০ মেগাবিট/ সেকেন্ড এর বেশি গতি প্রদান করতে পারে না

. বিদুৎ খরচ অপেক্ষাকৃত বেশি এবং এর অপারেশনাল ইন্সটলেশন খরচও অপেক্ষাকৃত বেশি

. দূর্যোগপূর্ণ আবহাওয়ায় সিগন্যাল দেখা যায়

 

ওয়াই-ম্যাক্সের ব্যবহার

. তারবিহীন ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে

. ল্যান্ড ফোন, ক্যাবল, স্যাটেলাইট টিভির বাইপাস লাইন হিসেবে ব্যবহৃত হয়

 

No comments

Don't share any link

Theme images by rusm. Powered by Blogger.