ওয়্যারলেসইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট কী? How do we define wireless internet access point?
ওয়্যারলেসইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট ও তার প্রকারভেদ (Definition and types of wireless internet access point)
বাসাবাড়ি, স্কুল কলেজ, রেল স্টেশন, বাস স্টেশন, এয়ারপোর্ট, পাবলিক কোনস্থান ইত্যদি জায়গায় ইন্টারনেট সংযোগেরজন্য ওয়্যারলেস ইন্টারনেট এ্যাকসেস পয়েন্ট ব্যবহৃত হয়। । ওয়্যারলেস ইন্টারনেট অ্যাকসেস পয়েন্ট মূলত ২ ধরনের দেখা যায়। যেমন- ১. মোবাইল নেটওয়ার্ক ও ২. হটস্পট।
Wireless internet access point diagram |
১. মোবাইল নেটওয়ার্ক: মোবাইল নেটওয়ার্ক হলো একটিওচ বেইজড নেটওয়ার্ক, যেখানে এক নেটওয়ার্ক থেকে ব্যবহারকারী রোমিং সুবিধার মাধ্যমে অন্য নেটওয়ার্কে স্থানান্তর করতে পারে।
২. হটস্পট (Hotspot): হটস্পট হল এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক যা মোবাইল, কম্পিউটার, নোটবুক, ল্যাপটপ, স্মার্ট ফোন, পিডিএ, ট্যাব ইত্যাদিতে তারবিহীন ইন্টারনেট সংযোগ সাধন করে। জনপ্রিয় ৩টি হটস্পট প্রযুক্তি হলো : Wi-Fi, Wi-MAX, Bluetooth
Wireless internet access point device |
No comments
Don't share any link