ওয়েব সাইটের কাঠামো আলোচনা কর।

 

ওয়েব সাইট হলো এক ডোমেইনের অধীনে সম্পর্কযুক্ত কতকগুলি ওয়েবপেজের সমষ্টি একটি ওয়েব সাইটে পেজগুলো কীভাবে সাজানো থাকবে বা পরস্পর লিংক করা থাকবে তার অবকাঠামোই হলো ওয়েব সাইটের কাঠামো

একটি ওয়েব সাইটের কাঠামোতে পেজগুলোতে মূলত তিন ভাবে থাকে যথা-

) হোম পেজ: কোন ওয়েবপেজ চালু করার পর প্রথম যে পেজে যায় তাকে হোমপেজ বলে হোমপেজ হলো কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের মূল পেজ হোমপেজের সাথে মূলধার পেজের লিংক দেওয়া থাকে

) মূলধারার পেজ: হোম পেজের সাথে যে পেজগুলি লিংক থাকে তাই মূলধারার পেজ আবার মূলধারার পেজের সাথে  নির্দিষ্ট তথ্য সম্বলিত উপধারার পেজের লিংক দেওয়া থাকে

) উপ-ধারার পেজ: নির্দিষ্ট বিষয় সম্পর্কে সকল তথ্য উপধারার পেজে থাকে এটি মূলধারার পেজ বা হোম পেজের সাথে লিংক থাকে

ওয়েব সাইটের কাঠামো
ওয়েব সাইটের কাঠামো



ওয়েব সাইটের পেজগুলি উপরের অনুরুপ হোম পেজ, মূলধারার পেজ, উপ-ধারার পেজগুলো বিভিন্নভাবে সাজানো থাকে

ওয়েব সাইটের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওয়েব সাইটের স্ট্রাকচার চার ধরনের হয়ে থাকে যথা-

হয়ারারকিক্যাল  বা ট্রি স্ট্রাকচার: হায়ারারকিক্যাল ডিজাইনের ক্ষেত্রে হোম পেজে সমস্ত ডকুমেন্টের পুর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে এবং ওয়েব পেজগুলি শাখা-প্রশাখা আকারে এই কাঠামোতে ব্যবহারকারী প্রথমে হোম পেজে ল্যান্ড করে হোম পেজ থেকে অন্যান্য পেজে যাতায়াত করেযেহেতু হোমপেজের সাথে অন্যান্য পেজের লিংক থাকে তাই যে কোন পেজে যেতে গেলে বারবার হোম পেজে আসতে হয় ইহাকে ট্রি কাঠামোও বলে

যেহেতু এধরনের কাঠামো হোম পেজ নির্ভর তাই এই ডিজাইন ব্যবহারের মাধ্যমে ইউজার তথ্য গ্রহনের ক্ষেত্রে অতিরিক্ত স্বাধীনতা পায় এবং অধিক স্বাচ্ছন্দ্য বোধ করে লিংকের মাধ্যমে ইউজাররা প্রয়োজন অনুযায়ী ওয়েবের এক পেজ থেকে অন্য পেজে অনায়াসেই যাতায়াত করতে পারে এবং ওয়েব পেজটির কোন অংশে ইউজার অস্থান করছে তা জানা সহজ হয় হায়ারারকিক্যাল ডিজাইনের ক্ষেত্রে হোম পেজে সমস্ত ডকুমেন্টের পুর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে বিস্তারিত তথ্যের জন্য হোমপেজের লিংক ব্যবহার করে পরবর্তী পেজগুলিতে যায়একটি ওয়েব সাইটে তথ্য উপস্থাপন করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো ট্রি বা হায়ারার্কিক্যাল পদ্ধতি

হয়ারারকিক্যাল  বা ট্রি স্ট্রাকচার
হয়ারারকিক্যাল  বা ট্রি স্ট্রাকচার




লিনিয়ার বা সিকুন্সিয়াল স্ট্রাকচার: যে ওয়েব সাইটের পেজগুলো নির্দিষ্ট অনুক্রমে সাজানো থাকে এবং কোন পেজের পর কোন পেজ আসবে তা নির্দিষ্ট করা থাকে তাকে সিকুয়েন্সিয়াল বা লিনিয়ার স্ট্রাকচার বলা হয় পদ্ধতিতে হোম পেজ হচ্ছে সূচনা পরবর্তী প্রত্যেকটি পেজ অনুক্রমিক পরবর্তী পূর্ববর্তী পেজের মধ্যে মুভ করার জন্য লিংক ব্যবহার করা হয় Next দিয়ে দিয়ে পরবর্তী পেজে এবং Back দিয়ে দিয়ে পূর্ববর্তী পেজে মুভ করা হয় ফলে ধরনের পেজ সহজে আপলোড করা যায় এবং দ্রুত ব্রাউজ করা যায় পেজের সংখ্যা কম হলে এবং নির্দিষ্ট ক্রমানুযায়ী মুভের প্রয়োজন হলে ধরনের কাঠামো উপযোগী ওয়েব সাইট স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে সহজ টাইপ স্ট্রাকচার হলো সিকুয়েন্স সাইট

লিনিয়ার বা সিকুন্সিয়াল স্ট্রাকচার
লিনিয়ার বা সিকুন্সিয়াল স্ট্রাকচার

. ওয়েব লিংকড বা নেটওয়ার্ক স্ট্রাকচারঃ এই পদ্ধতিতে প্রত্যেকটি পেজ একে অপরের সাথে লিংক থাকে অর্থাৎ একটি মেইন পেজের সাথে অন্যান্য পেজের যেমন লিংক থাকে ঠিক তেমনি অন্যান্য পেজের সাথেও মেইন পেজের লিংক থাকে এবং প্রত্যেক পেজের সাথে আবার প্রত্যেক পেজের লিংক থাকে স্ট্রাকচারে বিভিন্ন পেজের মধ্যে যে লিংক তৈরি করা হয় তা একটি নেটওয়ার্ক এর মতো স্ট্রাকচার ধারণ করেফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েব পেজগুলি এই নেটওয়ার্কের মাধ্যমে লিক করা হয়ে থাকে ধরনের স্ট্রাকচারের অসুবিধা হল অতিরিক্ত ডিস্কস্পেস প্রয়োজন হয়এটি হচ্ছে সবচেয়ে জটিল প্রকৃতির স্ট্রাকচার

ওয়েব লিংকড বা নেটওয়ার্ক স্ট্রাকচারঃ
ওয়েব লিংকড বা নেটওয়ার্ক স্ট্রাকচার


. হাইব্রিড সাইট স্ট্রাকচার

 যখন একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয় তখন তাকে হাইব্রিড স্ট্রাকচার বলে যেকোন একটি স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েব সাইট সুন্দর হয় না ওয়েব সাইটের সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ধরনের স্ট্রাকচারের সংমিশ্রন থাকার দরকার হয় এর ফলে ভিজিটরদেরও ভিজিট করা সহজ হয়


হাইব্রিড সাইট স্ট্রাকচার
হাইব্রিড সাইট স্ট্রাকচার





HSC ICT এর প্রথম ও দ্বিতীয় অধ্যয়ের সব প্রশ্নের উত্তর এখানে















ব্রিজ কী?

আউটসোর্সিং কী?

ক্লাউড কম্পিউটিং কি 

বায়োমেট্রিক পদ্ধতি আসলে কি?

সাইবার ক্রাইম মানে কি? 

কৃত্রিম বুদ্ধিমত্তা কি

ওয়াইম্যাক্স কি?

রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?

ক্রায়োসার্জারি মানে কি? 

অফিস অটোমেশন বলতে কি বুঝ?

 ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী,

জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির

তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?

ভার্চুয়াল রিয়েলিটি কী?

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?

দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং 

ন্যানো টেকনোলজি বলতে কি বুঝ? 

টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?

 ওয়াইফাই এর পূর্ণরূপ কি

ই-কমার্স কি? 

ই মেইল কী?

স্মার্ট হোম এর সুবিধাগুলো কি?

জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির

ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে? 

বায়োইনফরমেট্রিক্স কি

সাধারণত রোমিং বলতে আমরা কি বুঝি?

Bluetooth কী? ব্লুটুথ এর বৈশিষ্ট্য লিখ

তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?

ডেটা ট্রান্সমিশন মোড কি?








তৃতীয় অধ্যয়ের সকল প্রশ্নের  উত্তর


 দুই ও তিন চলকের ক্ষেত্রে ডি-মরগানের সুত্র দুটি ও তার প্রমান।

ফ্লিপ-ফ্লপ কি? ফ্লিপ-ফ্লপ এর প্রকার ও ব্যবহার

ওয়েব পেজে একটি ইমেজ যুক্ত করার ট্যাগসমূহ

হাইপারলিংক কি? হাইপারলিংক করার জন্য ট্যাগটি উদাহরণ সহ বর্ণনা 

 HTML এ ব্যবহৃত মৌলিক ট্যাগগুলি বা HTML এর মৌলিক কাঠামো 

ওয়েব পেজে একটি ইমেজ যুক্ত করার ট্যাগসমূহ

ফরমেটিং ট্যাগ বলতে কাকে বলে? ফরমেটিং ট্যাগগুলি কি কি

সার্বজনিন গেট কি? বিভিন্ন গেটে পারস্পরিক বাস্তবায়ন দেখাও।

একটি টেবিল তৈরীর ট্যাগগুলি উদাহরণসহ বর্ণনা

ট্যাগ কী? ট্যাগের গঠন ও প্রকারভেদ, এলিমেন্ট, এট্রিবিউট ও সিনটেক্স সম্পর্কে উদাহরণসহ সংক্ষেপে আলোচনা কর।

 HTML কী? HTML এর সুবিধা অসুবিধা লিখ।

পাবলিশিং এর ধাপসমূহ বর্ণনা কর।

ওয়েব সাইটের কাঠামো

 সার্বজনীন গেট বা যৌগিক গেট

 ওয়েব পেজের প্রকারভেদ

 IP এ্যাড্রেস ও ডোমেইন নেম

 ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML

অ্যাডার (Adder) কি? অ্যাডার কত প্রকার ও কি কি?

রেজিস্টার (Register) কি? রেজিস্টারের ব্যবহার এবং প্রকারভেদ।

লজিক গেট,বুলিয়ান এ্যালজেবরার ব্যবহারিক।। মৌলিক গেইটগুলোর বিস্তারিত বিবরণ।





No comments

Don't share any link

Theme images by rusm. Powered by Blogger.