ই-কমার্স কি? What is e-commerce?
প্রশ্নঃ ই-কমার্স কি? What is e-commerce?
ই-কমার্সঃ ই- কমার্সের পূর্ণ অর্থ ইলেক্ট্রনিক কমার্স। ইন্টারনেট বা অন্য কোন কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেক্ট্রনিক পদ্ধতিতে কোন পন্য বা সেবা ক্রয়-বিক্রয়ের কাজকে ই-কমার্স বলে। ইলেক্ট্রনিক নেটওয়ার্ক, বিশেষ করে, ইন্টারেনট ব্যবহার করে পণ্য ক্রয়-বিক্রয়, অর্থ লেনদেন ও ডাটা আদান-প্রদানই হচ্ছে ই-কমার্স বা
ই-বাণিজ্য।
what is ecommerce meaning, |
ই- কমার্স হলো ইন্টারনেটের সাহায্যে
ব্যবসায়িক তথ্য আদান প্রদান, ক্রেতা ও বিক্রেতার মধ্যে সমন্বয়সাধন, পন্য বা সেবা উৎপাদন, মার্কেটিং, বিক্রয়, ডেলিভারি, সার্ভিসিং ও মূল্য পরিশোধের অন-লাইন প্রক্রিয়া।
ই-কমার্সের মাধ্যম
ই-মেইল, ফ্যাক্স, অনলাইন ক্যাটালগ, ইলেক্ট্রনিক ডাটা
ইন্টারচেঞ্জ (ইডিআই), ওয়েব বা অনলাইন
সার্ভিসেস ইত্যাদির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
What is e-commerce in simple words? |
ই-কমার্সের সুবিধা:
১. লেনদেনের গতিশীলতা বৃদ্ধি
২. বাজার যাচাইয়ের সুবিধা
৩. নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি
৪. নতুন নতুন ব্যাবসায়ী সৃষ্টির সম্ভাবনা
৫. ব্যবসায় পরিচালনার খরচ হ্রাস
৬. সহজে ব্যবসায়িক নেটওয়ার্ক সৃষ্টি
ই-কমার্স কয়েক প্রকার হতে পারে। যেমন-
১) ব্যবসায়ী টু ব্যবসায়ী (B2B)
২) ব্যবসায়ী টু ভোক্তা (B2C)
৩) ভোক্তা টু ব্যবসায়ী (C2B)
৪) ভোক্তা টু ভোক্তা (C2C)
বাংলাদেশে ই-কমার্সের সম্ভাবনা
উন্নতদেশ
গুলোতে ডিজিটাল বিল্পব বিংশ শতাব্দীর শেষদিকে শুরু হলেও বাংলাদেশের মত উন্নয়নশীল
দেশগুলোতে তথ্য ও যোগযোগ প্রযুক্তির বিস্ময়কর সম্প্রসারণের মাধ্যমে একবিংশ শতাব্দীতে
ডিজিটাল বিল্পবের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আধুনিকতা ও
নতুন মাত্রা নিয়ে এসেছে - যা ই-কমার্স নামে সমধিক পরিচিত। শহর থেকে শুরু করে
গ্রামীন পর্যায় পর্যন্ত সকলে এর মাধ্যমে নতুন আয়ের উৎস খুজে পেয়েছে।
বাংলাদেশে
ই-কমার্সের কিছু জনপ্রিয় সাইট উল্লেখ করা হলো:
রকমারি.কম
ক্লিকবিডি
বিক্রয়.কম
এখনি.কম
হটঅফারবিডি.কম
প্রিয়শপ.কম
উপহারবিডি
ই-বে
No comments
Don't share any link