ফরমেটিং ট্যাগ বলতে কাকে বলে? ফরমেটিং ট্যাগগুলি কি কি উদাহরণসহ বর্ণনা কর।
টেক্সকে সঠিক আকৃতি প্রদান করে সুন্দরভাবে উপস্থাপন করে একটি ওয়েব পেজ ফুটিয়ে তোলার পদ্ধতিকে ফরমেটিং বলে। বিভিন্ন ধরনের হেডিং, প্যারাগ্রাফ, ফন্ট, সাইজ প্রভৃতি ফরমেটিং ট্যাগ। নিচে ফরমেটিং ট্যাগগুলির বর্ননা দেওয়া হরেলা।
ট্যাগ |
বর্ণনা |
<h1> ---
---- --- </h1> to <h6> ---
---- --- </h6> |
কোন ডকুমেন্ট বা প্যারাগ্রাফের শিারোনাম লেখার জন্য হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। ঐঞগখ এ ছয় ধরনের হেডিং ট্যাগ রয়েছে।য১ ট্যাগ সবচেয়ে ফন্ট প্রদর্শনের জন্য ও য৬ ট্যাগ সবচেয়ে ছোট ফন্ট প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। |
<p> ---
---- --- </p> |
একটি প্যারাগ্রাফ বর্ণনা থাকে |
<b> ---
---- </b>
ev <strong> |
Bold ট্যাগ নির্দেশ করে |
<u> ---
---- --- </u> |
Underline ট্যাগ নির্দেশ করে |
<i> ---
---- --- </i> ev
<em> |
Italic ট্যাগ নির্দেশ করে |
<big> ---
---- </big> |
স্বাভাবিকের চেয়ে বড় টেক্সট নির্দেশ করে |
<small> ---
---- --- </small> |
স্বাভাবিকের চেয়ে ছোট টেক্সট নির্দেশ করে |
<sub> ---
---- --- </sub> |
Subscript Text নির্দেশ করে । যেমন এর লেখার ট্যাগ a<sup>b<sup>c</sup></sup> |
<sup> ---
---- --- </sup> |
Supercript Text নির্দেশ করে |
<del>--- </del>ev<strike>ev<s> |
কোন লেখার মাঝে কাটা দাগ দেওয়ার জন্য যেমন 01715268577 |
<br> |
এক লাইন ফাঁকা বা ব্রেক তৈরী করে। |
<marqee>
--- ---- </marqee> |
marqee ট্যাগ দ্বারা চলন্ত টেক্সট নির্দেশ করে। |
<ceenter>
--- -----</center> |
center ট্যাগ দ্বারা লেখা, ছবি, টেবিল ইত্যাদি মাঝে অবস্থার করানো হয়।
|
নিচে ফরমেটিং ট্যাগগুলির ব্যবহার উদাহরণ আকারে দেওয়া হলো।
|
home page х |
|
MPC COLLEGE This text is bold This text is italic This text is
underline a2+b2 H2SO4 |
<font>---
---- </font>
|
font
ট্যাগ অক্ষর ছোট বড়, রং, ও নাম নির্ধরনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। font ট্যাগের ৩টি এট্রিবিউট যথা Size, Color I Face. Size ফন্টের আকার নির্ধারণ করে, Color ফন্টের রং নির্ধারণ করেও Face
ফন্টের নাম নির্ধারণ করে। Size: ফন্টের ডিফল্ট সাইজ ১২। প্রতি“+১”এরজন্য ২ পয়েন্ট বাড়বে এবং “-১” এর জন্য ২ পয়েন্ট কমবে। “+১” অর্থৎ সাইজ হবে ১৪। Color এট্রিবিউট দ্বারা রং এর নাম বা RGB
(Red,Green,Blue) কোড ব্যবহৃত হয়। যেমন লাল রং এর জন্য RGB কোড #FF0000 বা ২৫৫০০,০০ , লাল রং এর জন্য #FF0000 বা ২৫৫,০০,০০, সবুজ রং এর জন্য #00 FF 00 বা ০০,২৫৫,০০, নীল রং এর জন্য #0000 FF বা ০০,০০,২৫৫, সাদা রং এর জন্য #FFFFFF বা ২৫৫,২৫৫,২৫৫ কালো রং এর জন্য #000000 বা ০০,০০,০০ Face এট্রিবিউট দ্বারা ফন্টের নাম নির্ধারণ করে। যেমন <font
face="Times New Roman">
|
HSC ICT এর প্রথম ও দ্বিতীয় অধ্যয়ের সব প্রশ্নের উত্তর এখানে
রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?
ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং
টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে?
সাধারণত রোমিং বলতে আমরা কি বুঝি?
Bluetooth কী? ব্লুটুথ এর বৈশিষ্ট্য লিখ
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
ডেটা ট্রান্সমিশন মোড কি?
তৃতীয় অধ্যয়ের সকল প্রশ্নের উত্তর
দুই ও তিন চলকের ক্ষেত্রে ডি-মরগানের সুত্র দুটি ও তার প্রমান।
ফ্লিপ-ফ্লপ কি? ফ্লিপ-ফ্লপ এর প্রকার ও ব্যবহার
ওয়েব পেজে একটি ইমেজ যুক্ত করার ট্যাগসমূহ
হাইপারলিংক কি? হাইপারলিংক করার জন্য ট্যাগটি উদাহরণ সহ বর্ণনা
HTML এ ব্যবহৃত মৌলিক ট্যাগগুলি বা HTML এর মৌলিক কাঠামো
ওয়েব পেজে একটি ইমেজ যুক্ত করার ট্যাগসমূহ
ফরমেটিং ট্যাগ বলতে কাকে বলে? ফরমেটিং ট্যাগগুলি কি কি
সার্বজনিন গেট কি? বিভিন্ন গেটে পারস্পরিক বাস্তবায়ন দেখাও।
একটি টেবিল তৈরীর ট্যাগগুলি উদাহরণসহ বর্ণনা
HTML কী? HTML এর সুবিধা অসুবিধা লিখ।
পাবলিশিং এর ধাপসমূহ বর্ণনা কর।
অ্যাডার (Adder) কি? অ্যাডার কত প্রকার ও কি কি?
রেজিস্টার (Register) কি? রেজিস্টারের ব্যবহার এবং প্রকারভেদ।
লজিক গেট,বুলিয়ান এ্যালজেবরার ব্যবহারিক।। মৌলিক গেইটগুলোর বিস্তারিত বিবরণ।
No comments
Don't share any link