কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence

 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) সম্পর্কে আলোচনা কর।








 কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI): মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তিনির্ভর যন্ত্র বা কম্পিটারের মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স।

ব্যাখ্যা: মানুষের চিন্তাভাবনাকে কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তার মূল লক্ষ্য হচ্ছে কম্পিউটার ব্যবস্থাকে চিন্তা করা, দেখা, শুনা, হাটা, কথাবলা এমনকি অনুভুতিতে সাড়া দেওয়া পর্যায়ে নিয়ে যাওয়া। AI এর জন্য LISP, CLISP, PROLOG, C++, C, Java ইত্যাদি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়।

কৃত্রিম বুদ্ধমত্তার বৈশিষ্ট্যঃ

১)  কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহন করা।

২) সমস্যার কারণ নির্নয়পূর্বক সমাধানের পথ নির্দেশ করা।

৩) সিদ্ধান্ত গ্রহন ক্ষমতা ও সমস্যা সমাধানের ক্ষমতা।

৪) নতুন নতুন জ্ঞান অর্জন ও অর্জিত জ্ঞান কাজে লাগোনোর ক্ষমতা ও ভাষা বুঝার ক্ষমতা।

৫) বিভিন্ন বিষয় অনুধাবন ও সাড়া দেওয়ার ক্ষমতা ও নতুন পরিস্থিতি খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা।

৬) জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।

 

কৃত্রিম বুদ্ধমত্তার ব্যবহারঃ

১) কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায়িক জটিল সমস্যার সমাধান করা যায়। প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য থেকে নতুন নতুন জ্ঞান তৈরী এবং এসব জ্ঞানকে ব্যবসায়িক কাজে লাগিয়ে ব্যবসা সুষ্ঠভাবে পরিচালনা করা যায়।

২) অধিক তাপ, অধিক ঠান্ডা এবং মানুষের পক্ষে যেখানে কাজ করা কঠিন ও অসম্ভব সেখানে এ প্রযুক্তি ব্যবহার করে সহজে কাজ করা যায়।

৩) বিপজ্জনক ও পরিশ্রমসাধ্য কাজ যেমন: ওয়েল্ডিং, ঢালাই, ভারী শাল ওঠা-নামা করানো ইত্যাদি এ প্রযুক্তি ব্যবহার করে সহজে কাজ করা যায়।

৪) ব্যাংকিং কার্যক্রম পরিচালনা, স্টক লেনদেনের কাজ করা যায়।

৫) রোগ নিরাময়ের ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে, বিভিন্ন ডিভাইসের ত্রুটির ক্ষেত্রে, জেটবিমান চালনার ক্ষেত্রে, গাড়ির গতির সাথে মিল রেখে গাড়ির গিয়ার পরিবর্তনের ক্ষেত্রে, পরিকল্পনা ও সিডিউল তৈরীর ক্ষেত্রে এ প্রযুক্তি ব্যবহৃত হয়।

 

এক্সপার্ট সিস্টেম: যে পদ্ধতি ব্যবহার করে কম্পিউটারকে যে কোন বিষয় বিশেষজ্ঞ বা দক্ষ করে তোলা যায় তাকে এক্সপার্ট সিস্টে বলে। কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের এক্সপার্ট সিস্টেম কারণ প্রোগ্রামিং এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টি করে কম্পিউটারকে যে কোন বিষয়ে মানুষের ন্যায় বা অনেক ক্ষেত্রে মানুষের চেয়েও অধিক কৃত্রিম দক্ষ ও বিশেষজ্ঞ করে চলে। যেমন কম্পিউটারে দাবা খেলা, জেট বিমান চালনা, বিভিন্ন রোগ নির্ণয় ও নিরাময় করা ইত্যাদি।


আরো কিছু প্রশ্ন

বিশ্বগ্রাম কি

আউটসোর্সিং কী?

বায়োমেট্রিক পদ্ধতি আসলে কি?

সাইবার ক্রাইম মানে কি? 

কৃত্রিম বুদ্ধিমত্তা কি

ওয়াইম্যাক্স কি?

রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?

ক্রায়োসার্জারি মানে কি? 

অফিস অটোমেশন বলতে কি বুঝ?

 ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী,

জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির

তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?

ভার্চুয়াল রিয়েলিটি কী?

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?

দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং 

ন্যানো টেকনোলজি বলতে কি বুঝ? 

টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?

 ওয়াইফাই এর পূর্ণরূপ কি

ই-কমার্স কি? 

ই মেইল কী?

স্মার্ট হোম এর সুবিধাগুলো কি?

ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে? 

বায়োইনফরমেট্রিক্স কি

সাধারণত রোমিং বলতে আমরা কি বুঝি?

টেলিফোন লাইনের তার কি তাদের প্রকারভেদ ও ব্যবহার?

1 comment:

Don't share any link

Theme images by rusm. Powered by Blogger.