কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেট কী? নেটওয়ার্কের প্রকারভেদ লিখ।



কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেট কী
ইন্টারনেট





নেটওয়ার্ক বলতে আমরা বুঝি-

দুই বা ততোধিক কম্পিউটার কোন  মাধ্যম দ্বারা একসঙ্গে যুক্ত থাকলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে  সহজে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ এবং তথ্য আদান প্রদান করার জন্য  কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে তোলা হয়

ইন্টারনেট ও তার প্রকার

ইন্টারনেট হল পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ নেটওয়ার্কের সমবায়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্র্র্র্ক ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে বড় নেটওয়ার্ক হলো ইন্টারনেট ইন্টারনেট হল ইন্টারকানেক্ট নেটওয়ার্ক বা নেটওয়ার্কিংয়ের নেটওয়ার্ক

ইন্ট্রানেট

 ইন্ট্রানেট হল একটি প্রতিষ্ঠানের আভ্যন্তরীন যোগাযোগের জন্য ব্যবহৃত নেটওয়ার্ক সিস্টেম যা কেবল প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মিরা ব্যবহার করতে পারবে

এক্সট্রানেট

 এক প্রতিষ্ঠানের ইন্ট্রানেট যখন অন্য প্রতিষ্ঠানের ইন্ট্রানেটের সাথে সংযোগ স্থাপন করে তখন তাকে এক্সট্রানেট বলে

ইথারনেট

10 Mbps গতি সম্পন্ন জনপ্রিয় নেটওয়ার্ক সংগঠন হল ইথারনেট  ইথারনেট মূলতঃ বাস টপোলজি যা কো-এক্সিয়াল ক্যাবল বা ফাইবার অপটিক ক্যবল ব্যবহার করে গঠিত হয় 

নেটওয়ার্কের প্রকারভেদ

মালিকানার ভিত্তিতে নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করা যায়, যথা-

কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেট কী
নেটওয়ার্কের প্রকারভেদ




.  প্রাইভেট নেটওয়ার্ক 

 কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন নেটওয়ার্ককে প্রাইভেট নেটওয়ার্ক বলা হয় অন্য কেউ বাহির থেকে নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না যে কোন কলেজের নিজস্ব নেটওয়ার্ক একটি প্রাইভেট নেটওয়ার্ক

.  পাবলিক নেটওয়ার্ক 

 যে নেটওয়ার্ক সবাই ব্যবহার করতে পারে তাকে পাবলিক নেটওয়ার্ক বলে যেমন ইন্টারনেট, মোবাইল ফোন নেটওয়ার্ক একটি পাবলিক নেটওয়ার্ক

 

নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়াকর্কে তিন ভাগে ভাগ করা যায়, যথা-

.সেন্ট্রালাইজড নেটওয়ার্ক

যে নেটওয়ার্ক ব্যবস্থায় একটি কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটার এবং অনেকগুলো টার্মিনাল কম্পিউটার থাকে তাকে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক বলে সেন্ট্রালাইজড নেটওয়ার্কে সকল কম্পিউটারের ক্ষমতা এক হয় না

কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেট কী
নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কের প্রকার


.ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক

নিজস্ব সফটওয়্যার, ডেটা প্রসেসিং ক্ষমতাসম্পন্ন অনেকগুলো কম্পিউটারের সমন্বয়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক বলে

.হাইব্রিড নেটওয়ার্ক 

সেন্ট্রালাইজড এবং ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক সমন্বয়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে হাইব্রিড নেটওয়ার্ক বলে

ভৌগলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত চার () ভাগে ভাগ করা হয় যথা :

পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা PAN

লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN

মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা MAN    

ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা WAN

কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেট কী
ভৌগলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককের প্রকার


. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা PAN

10 Meter-- দূরত্বের মধ্যে সীমাবদ্ধ নেটওয়ার্কে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলে ল্যাপটপ, মোবাইল ইত্যাদি মধ্যে যোগাযোগের জন্য চঅঘ নেটওয়ার্ক ব্যবহার করা হয় Warless PAN বা LAN এর সাহায্যে অল্প দুরত্বের মধ্যে কম্পিউটার বা মোবাইল ফোনে ব্লু-টুথ বা ইনফ্রারেড মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়

. লোকাল এরিয়া নেটওয়ার্ক বা LAN

সাধারণত10km বা তার কম এরিয়ার মধ্যে সীমাবদ্ধ নেটওয়ার্ককে  Local Area Network- LAN বলে স্কুল-কলেজে কম্পিউটার ল্যবে, অফিসে LAN নেটওয়ার্ক ব্যবহার করা হয় খঅঘ সাধারণত স্টার, রিং টপোলজি ব্যবহার হয়ে থাকে লোকাল এরিয়া নেটওয়ার্কে ট্রান্সমিশন মিডিয়া হিসেবে  টুইস্টেড পেয়ার ক্যাবল, কোক্সিয়াল ক্যাবল বা অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়

Warless LAN বা WLAN এর সাহায্যে মডেম বা এন্টিনা ব্যবহার করে একই বিল্ডিং বা নির্দিষ্ট এরিয়ার মধ্যে বা ছোট ব্যবসা প্রতিষ্ঠান বা বাসা বাড়িতে বিভিন্ন কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করা হয় যেমন Wi-Fi

নিয়ন্ত্রন কাঠামো সার্ভিস প্রদানের ধরণের উপর ভিত্তি করে LAN নেটওয়ার্ক তিন প্রকার যথা-

. ক্লাযেন্ট সার্ভার নেটওয়ার্ক

এই নেটওয়ার্কে একটি কেন্দ্রিয় কম্পিউটার থাকে যেটি রিসোর্স শেয়ার করে তাকে সার্ভার বলে এবং নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটার সেইসব রিসোর্স ব্যবহার করে তাদের ক্লায়েন্ট বলে সার্ভার সকল প্রসেসিংয়ের কাজ করে নেটওয়ার্ক নিয়ন্ত্রন করে এবং ব্যবহারকারী ক্লায়েন্ট কম্পিউটারের মাধ্যমে সার্ভারের সাথে যুক্ত হয়ে সার্ভিস গ্রহন করে থাকে

. পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক

এই নেটওয়ার্ক পদ্ধতিতে প্রতিটি কম্পিউটার প্রতিটি কম্পিউটারের সাথে যুক্ত হয়ে এককে অন্যের সাথে রিসোর্স শেয়ার করতে পারে অর্থাৎ প্রতিটি কম্পিউটারই একই সাথে সার্ভার ক্লায়েন্ট এখানে কোন সার্ভার অংশের প্রাধান্য থাকে না

. হাইব্রিড বা মিশ্র নেটওয়ার্ক

হাইব্রিড বা মিশ্র নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সংমিশ্রনে গড়ে ওঠে  প্রক্রিয়ায় ক্লায়েন্টগুলি সরাসরি সার্ভারের সাথে যুক্ত না করে বিশেষ স্থানে স্থাপন করে গতিশীল সংযোগ পথ দ্বারা সংযুক্ত করা হয়

. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা MAN 

একটি Metropoliton Area বা শহরের বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে Metropoliton Area Network–MAN বলে একটি শহরে কেবেল টিভি নেটওয়ার্কের জন্য  MAN  ব্যবহার করা হয় MAN নেটওয়ার্ক LAN থেকে বড় Area- নেটওয়ার্ক এবং WANতুলনায় ছোট নেটওয়ার্ক

Warless MAN বা WMAN এর সাহায্যে মেট্রোপলিটন এরিয়ায় তারবিহীন তথ্য আদান প্রদান করা হয় যেমন- ওয়াইম্যাক্স (WiMAX) প্রযুক্তি

.  ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা WAN

WAN হলো সবচেয়ে বড় নেটওয়ার্ক যা বিভিন্ন LAN এবং MAN নিয়ে গঠিত ইন্টারনেটে ব্যবহৃত নেটওয়ার্ক হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বর্তমানে ওয়াইড এরিয়া নেটওয়ার্কে ফাইবার অপটিক ক্যাবল  ব্যবহারের ফলে যোগাযোগ ব্যবস্থা দ্রুত এবং উন্নত হয়েছে  WAN  এর সুবিধা হলো কম সময়ের মধ্যে  পৃথিবীর যে কোন স্থান থেকে ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং বিতরণ করা যায়

Warless WAN বা WWAN এর সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে সমগ্র বিশ্বব্যাপী বিভিন্ন কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান করা হয়

                                    PAN, LAN, MAN, WAN Gi g‡a¨ Zzjbv


PAN

LAN

MAN

WAN

1. GKwU iæg ev wbKUeZx© GKvwaK wWfvBm wb‡q MwVZ|

1.GKvwaK iæg ev feb ev K¨v¤úv‡mi A‡bK¸wj Kw¤úDUvi wb‡q MwVZ|

1.GKwU kni ev we¯Í…Z GjvKvi AbK ¸wj Kw¤úDUvi ev A‡bK¸wj LAN wb‡q MwVZ|

1. A‡bK¸wj LAN Ges MAN wb‡q MwVZ|

2. GwUi we¯Í…wZ 10 wgUv‡ii g‡a¨

2. GwUi we¯Í…wZ 10 wK‡jv wgUv‡ii g‡a¨   

2. GwUi we¯Í…wZ 50 wK‡jv wgUv‡ii g‡a¨

2. GwUi we¯Í…wZ mviv wek¦e¨vwc

3. 3. cvkvcvwk emv `yR‡bi g‡a¨ ev GKwU iæ‡g wbKUeZ©x `yB ev Z‡ZvwaK wWfvB‡mi g‡a¨ †hvMv‡hv‡Mi Rb¨ G †bUIqvK© e¨envi Kiv nq|

3.mvaviYZ GKwU fe‡bi wewfbœ Zjvq ev GKwU K¨v¤úv‡mi wewfbœ fe‡bi g‡a¨ ev GKwU Zjvi wewfbœ iæ‡gi g‡a¨ GB †bUIqvK© e¨envi nq

3. 3.GKwU kni ev we¯Í…Z GjvKvq A‡bK¸‡jv Kw¤úDUv‡ii g‡a¨ †hvMv‡hv‡Mi Rb¨ G †bUIqvK© e¨envi Kiv nq|

3.cy‡iv c„w_exi wewfbœ †`k ev kn‡ii g‡a¨ †hvMv‡hv‡Mi Rb¨ G †bUIqvK© e¨envi Kiv nq|


4. ¯§vU© †dvb, j¨vcUc, †gvevBj BZ¨vw` g‡a¨ †hvMv‡hv‡Mi Rb¨ PAN †bUIqvK© e¨envi Kiv nq|

    4.    we¯Í…wZ Kg nIqvq K¨vej e¨env‡ii gva¨‡g GK Kw¤úDUvi †_‡K Ab¨vb¨ Kw¤úDUv‡i †hvMv‡hvM Kiv nq|

4. GKwU kn‡i †K‡ej wUwf †bUIqv‡K©i Rb¨ MAN  e¨envi Kiv nq|

4. G ai‡bi †bUIqv‡K© †Uwj‡dvb, m¨v‡UjvBU, gvB‡µvI‡qf, g‡Wg, †eZvi Zi½ e¨envi Kiv nq|

5. G ai‡bi †bUIqvK© ¯’vcb LiP †bB ej‡jI P‡j|

5.   G ai‡bi †bUIqvK© ¯’vcb LiP Kg|

5.G ai‡bi †bUIqvK© ¯’vcb LiP LAN Gi Zzjbvq †ewk|

5.G ai‡bi †bUIqvK ¯’vcb LiP Zzjbvg~jK A‡bK †ewk|

 

 

নেটওয়ার্কের কাজ বা উদ্দেশ্য বা সুবিধা:

একটি নেটওয়ার্কের প্রধান কাজ হলো রিসোর্স শেয়ার করা এবং পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থিত কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে ডেটা আদান প্রদান করা কম্পিউটার নেটওয়ার্কের বিভিন্ন কাজ নিম্নে উল্লেখ করা হলো :

. ফাইল শেয়ারিং

ফাইল শেয়ার করার জন্য পেনড্রাইভ, সিডি ইত্যাদি ব্যবহার করা যায় যা সময়সাপেক্ষ এবং অনেক দূরত্বের ক্ষেত্রে কষ্টকর বিষয় কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে সহজে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে ডেটা ফাইল এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা যায়

. প্রিন্টার শেয়ারিং

বাসা বাড়িতে একটি কম্পিউটারে একটি প্রিন্টার সংযোগ দেয়া সম্ভব কিন্তু যেখানে অনেক ব্যবহারকারীর প্রিন্ট করার প্রয়োজন হয় সে ক্ষেত্রে নেটওয়ার্কিং এর মাধ্যমে সবগুলো কম্পিউটারকে সংযোগ স্থাপন করে একটি প্রিন্টারকে শেয়ার করলে খরচ এনেক কমে যায় এবং সহজে ব্যবহার করা যায়

. ইন্টারনেট সংযোগ শেয়ারিং

নেটওয়ার্কিং এর মাধ্যমে একটি ইন্টারনেট সংযোগকে অনেক কম্পিউটারে ব্যবহার করা সম্ভব হয় এতে প্রত্যেকটি কম্পিউটারের জন্য আলাদা করে বিল পে করতে হয় না

. ইন্টারনেট টেলিফোন সার্ভিস প্রদান 

Voice over IP বা ((VoIP) সার্ভিস ব্যবহারের মাধ্যমে ইন্টারনেটে কম খরচে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে অন্য যে কোন প্রান্তে কথা বলা যায়

. হোম ইন্টারটেইনমেন্ট

নেটওয়াকিং এর মাধ্যমে একটি ডিভিডি প্লেয়ার শেয়ারিং এর মাধ্যমে নেটওয়ার্কে অবস্থিত যে কেউ ভিডিও প্লে করে তা দেখতে পারে

 

আরো কিছু প্রশ্ন













ব্রিজ কী?

আউটসোর্সিং কী?

বায়োমেট্রিক পদ্ধতি আসলে কি?

সাইবার ক্রাইম মানে কি? 

কৃত্রিম বুদ্ধিমত্তা কি

ওয়াইম্যাক্স কি?

রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?

ক্রায়োসার্জারি মানে কি? 

অফিস অটোমেশন বলতে কি বুঝ?

 ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী,

জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির

তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?

ভার্চুয়াল রিয়েলিটি কী?

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?

দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং 

ন্যানো টেকনোলজি বলতে কি বুঝ? 

টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?

 ওয়াইফাই এর পূর্ণরূপ কি

ই-কমার্স কি? 

ই মেইল কী?

স্মার্ট হোম এর সুবিধাগুলো কি?

জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির

ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে? 

বায়োইনফরমেট্রিক্স কি

সাধারণত রোমিং বলতে আমরা কি বুঝি?

Bluetooth কী? ব্লুটুথ এর বৈশিষ্ট্য লিখ

তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?

ডেটা ট্রান্সমিশন মোড কি?







No comments

Don't share any link

Theme images by rusm. Powered by Blogger.