হাইপারলিংক কি? হাইপারলিংক করার জন্য ট্যাগটি উদাহরণ সহ বর্ণনা
ওয়েব পেজ ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লিঙ্ক। এক পেজ থেকে অন্য পেজে গমন করার জন্য হাইপার লিঙ্ক ব্যবহার করা হয়। হাইপার লিঙ্ক নির্দেশ দেওয়ার জন্য যে সফটওয়ার ব্যবহার করা হয় তাকে হাইপারলিঙ্ক সিস্টেম বলে। একটি ওয়েব সাইটে অনেকগুলি ওয়েবপেজ থাকতে পারে। একটি ওয়েব পেজ হতে আরেকটি ওয়েব পেজে যাওয়ার জন্য HTML লিঙ্ক ব্যবহার করা হয়।
<a> ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে লিঙ্ক তৈরী করা হয়। এর closing ট্যাগ হলো </a>
। লিঙ্কে করলে কোথায় যাবে তা নির্দিষ্ট করার জন্য href="
" অ্যট্রিবিউট ব্যবহার করা হয়।
HTML লিঙ্কের সিনটেক্স হলো- <a herf="url"> link text </a> এখনঁ url এর স্থলে ওয়েব পৃষ্টা বা সাইটের ঠিকানা লিখতে হবে।
সাধারণত তিন ধরনের লিঙ্ক তৈরি করা যায়। যথা-
ইন্টারনাল লিঙ্ক
একই পেজের মধ্যে লিঙ্ক তৈরী করা যায়। আবার একই ওয়েবসাইটের মধ্যে এক পেজের সাথে অন্য পেজের লিঙ্ক তৈরী করা যায়। <a
herf="ICT.html"> ICT </a> ev <a herf="# Robot"> Robot </a>
এক্সটারনাল লিঙ্ক
যেমন এক ওয়েব সাইটের সাথে অন্য ওয়েব সাইটের লিঙ্ক করা যায়। যেমন ঃ
<a
herf=http://www.dhakaeducationboard.gov.bd > dhaka board </a>
href
অ্যট্রিবিউট
href অ্যট্রিবিউট লিঙ্কের ঠিকানা নির্ধারণ করে। যেমন নিচের <a> এলিমেন্টটি একটি লিঙ্ক নির্ধারণ করে।
*. একটি অদেখা লিংক আন্ডারালাইন ও নীল হয়,
*. একটি পরিদর্শন লিংক আন্ডারালাইন ও বাদামী হয়,
*. একটি সক্রিয় লিংক আন্ডারালাইন ও লাল হয়।
হাইপারলিংক বা <a> ট্যাগের একটি এট্রিবিউট হল terget| target="blank" পেজটি নতুন ব্রাউজার উইন্ডোতে open হবে। target="self" পেজটি বর্তমান ব্রাউজার উইন্ডোতে open হবে। target="perent" পেজটি ফ্রেমের মধ্যে নিউ পেজে open হবে। target="new"
পেজটি New
Window নামক উইন্ডোতে open হবে। target="top" সব ফ্রেম cencel করে পেজটি বর্তমান ব্রাউজার উইন্ডোতে open হবে।
লিংক ট্যাগের গুরুত্ব ঃ
১। হাইপার লিংকে ক্লিক করে একই ডকুমেন্টের বিভিন্ন পেজে বা একই ডকুমেন্টের বিভিন্ন অংশের মধ্যে বা এক ওয়েব সাইট থেকে অন্য ওয়েব সাইটে গমনাগমন করা যায়।
২। যে কোন বিষয় সম্পর্কিত তথ্য সহজে দ্রুত প্রদর্শন করা যায়।
৩। ব্রাউজারকারীর সময় সাশ্রয় হয়।
HSC ICT এর প্রথম ও দ্বিতীয় অধ্যয়ের সব প্রশ্নের উত্তর এখানে
রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?
ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং
টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে?
সাধারণত রোমিং বলতে আমরা কি বুঝি?
Bluetooth কী? ব্লুটুথ এর বৈশিষ্ট্য লিখ
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
ডেটা ট্রান্সমিশন মোড কি?
তৃতীয় অধ্যয়ের সকল প্রশ্নের উত্তর
দুই ও তিন চলকের ক্ষেত্রে ডি-মরগানের সুত্র দুটি ও তার প্রমান।
ফ্লিপ-ফ্লপ কি? ফ্লিপ-ফ্লপ এর প্রকার ও ব্যবহার
ওয়েব পেজে একটি ইমেজ যুক্ত করার ট্যাগসমূহ
হাইপারলিংক কি? হাইপারলিংক করার জন্য ট্যাগটি উদাহরণ সহ বর্ণনা
HTML এ ব্যবহৃত মৌলিক ট্যাগগুলি বা HTML এর মৌলিক কাঠামো
ওয়েব পেজে একটি ইমেজ যুক্ত করার ট্যাগসমূহ
ফরমেটিং ট্যাগ বলতে কাকে বলে? ফরমেটিং ট্যাগগুলি কি কি
সার্বজনিন গেট কি? বিভিন্ন গেটে পারস্পরিক বাস্তবায়ন দেখাও।
একটি টেবিল তৈরীর ট্যাগগুলি উদাহরণসহ বর্ণনা
HTML কী? HTML এর সুবিধা অসুবিধা লিখ।
পাবলিশিং এর ধাপসমূহ বর্ণনা কর।
অ্যাডার (Adder) কি? অ্যাডার কত প্রকার ও কি কি?
রেজিস্টার (Register) কি? রেজিস্টারের ব্যবহার এবং প্রকারভেদ।
লজিক গেট,বুলিয়ান এ্যালজেবরার ব্যবহারিক।। মৌলিক গেইটগুলোর বিস্তারিত বিবরণ।
No comments
Don't share any link