তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি? (What is information technology ethics and give its importance?)
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা (Importance of ethics in information technology)
Ethical principles in information technology |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সমাজের সকল ক্ষেত্রে ব্যপক
প্রভাব বিস্তার করেছে। এর ফলে কম্পিউটার ও সাইবার অপরাধ, গোপনীয়তা, ব্যাক্তিস্বাতন্ত্র্যতা,
চাকরি, স্বাস্থ্য, কর্ম পরিবেশ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নৈতিকতার বিষয়টি উদ্ভব হয়েছে।
তথ্য ব্যবস্থার মাধ্যমে বিনা অনুমতিতে অন্যের তথ্য ব্যবহার ও সেগুলো পাচার করা নীতি বিরুদ্ধ কাজ যা সমাজ তথা তথ্য ব্যবস্থার সংগে সংগতিপূর্ণ
নয়। নৈতিকতা হলো মোরাল কোড যেখানে বেশ কিছু নিয়ম কানুন থাকে যা স্বাভাবিকভাবে সকলের
আচরণ দ্বারা স্বীকৃত। এটি ব্যাক্তিকে বোঝাতে সহায়তা করে যে কোন কাজটি করা ঠিক এবং কোনটি
ভুল। এই বোধকে জাগ্রত করা ও নীতিবোধকে ব্যপকভাবে ছড়িয়ে দেওয়া নৈতিকতার মূল লক্ষ্য।
নৈতিকতার ক্ষেত্রে চারটি মূল নীতি রয়েছে। যথা আনুপাতিকতা, তথ্যপ্রদানপূর্বক সম্মতি,
ন্যায় বিচার, ঝুঁকি নিয়ন্ত্রন। তথ্য ব্যবস্থায় এই নৈতিকতাকে অবশ্যই মেনে চলতে হয়।
তথ্য ব্যবস্থার নৈতিকতার সাথে জড়িত উল্লেখযোগ্য কয়েকটি বিষয়
১.তথ্যকে
ব্যবহারের ক্ষেত্রে অন্যের গোপনীয়তা যাতে ভঙ্গ না হয় ও অধিকার খর্ব না হয় সেদিকে খয়াল
রাখা।
২.কম্পিউটারের
মাধ্যমে কোন ছবি বা ইমেজ বিকৃত করে উপস্থাপন না করা।
৩. তথ্য
যথাযথ সংরক্ষণ করা। কোন অবস্থায় কারও তথ্য চুরি না করা বা নিজের তথ্য চুরি হতে না দেওয়া।
৪. ওয়েব
সাইট হ্যাকিং না করা।
৫. সাইবার অপরাধে জড়িয়ে না পড়া।
৬. কপিরাইট আইন মেনে চলাএবং কোন কিছু নিশ্চিত না হয়ে
সেই সম্পর্কে কম্পিউটারে কোন বক্তব্য উপস্থাপন না করা।
Ethics and values of information technology |
তথ্য প্রযুক্তি ক্ষেত্রে
নৈতিকতার বিষয়ে ‘কম্পউটার ইথিকস ইনিষ্টিটিউট’ কর্তৃক নির্দেশি দশটি নির্দেশনা
১) অন্যের ক্ষতি হয় এমন কাজে কম্পিউটার ব্যবহার না
করা।
২) প্রযুক্তি
ব্যবহার করে অন্য ব্যক্তির কম্পিউটারে কাজের উপর হস্তক্ষেপ না করা।
৩) অন্য
কম্পিউটার হতে ব্যক্তিগত ফাইল হতে গোপনে তথ্য সংগ্রহ না করা।
৪) চুরির
উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার না করা।
৫) মিথ্যা
সাক্ষ্যপ্রমান বহনের জন্য কম্পিউটার না ব্যবহার করা।
৬) যে সকল
সফটওয়ারের জন্য অর্থপ্রদান করা হয়নি তা ব্যবহার না করা ও কপি না করা।
৭) অনুমতি
ব্যতিত অন্যের ফাইল, গোপন তথ্য সংগ্রহ না করা।
৮) অন্যের
মেধাস্বত্ত আত্মসাৎ না করা।
৯) সমাজের
উপর প্রভাব ফেলে এমন প্রোগ্রাম লেখার আগে ভেবে দেখা।
১০) কম্পিউটার
ব্যবহারে বিচার বিচেনা ও শ্রদ্ধা প্রদর্শন করা।
আরো পড়ুন
রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?
ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং
টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?
No comments
Don't share any link