ই-হেলথ ও টেলিমেডিসিন (e-health and telemedicine)
প্রশ্নঃ ই-হেলথ কী?
ই-হেলথ: ই-হেলথ বা ইলেক্ট্রনিক হেলথ হলো রোগীর যাবতীয় তথ্য
অনলাইন ভিত্তিক হওয়া অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে রোগ এবং রোগী সম্পর্কে যাবতীয় তথ্য
জানতে পারা ।
ব্যাখ্যাঃ আধুনিক
হাসপাতাল গুলিতে রোগীর বেড থেকে শুরু রোগ এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য রোগীর
একটি আইডি নং দিয়ে ডেটাবেজে সংরক্ষণ করে অনলাইনে দেওয়া হয়। ইন্টারনেটের মাধ্যমে রোগী
বা চিকিৎসক বা অন্যরা যে কেউ যেকোন সময় রোগীর আইডি নম্বরে সার্চ করে যে কোন তথ্য পেতে
পারে।
প্রশ্নঃ টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।
টেলিমেডিসিন: টেলিমেডিসিন
হল দুর চিকিৎসা পদ্ধতি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে ভৌগলিক দুরত্বে অবস্থিত
কোন চিকিৎসক কোন রোগীর রোগ নির্ণয় করা ও চিকিৎসা সেবা প্রদান করাকে টেলিমেডিসিন বলে।
ব্যাখ্যাঃ টেলি মেডিসিন প্রযুক্তির মাধ্যমে রাগীরা উন্নত চিকিৎসার
জন্য যে কোন অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসা ঘরে বসেই নিতে পারে। মোবাইল ফোনের মাধ্যমে রোগীরা
ডাক্তারের বিভিন্ন পরামর্শ বা চিকিৎসা সেবা নিতে পারেন। ভিডিও কনফারেন্স প্রযুক্তি ব্যবহার করে সরাসরি ডাক্তারের
সাথে কথা বলতে পারেন। ই-মেইল এর মাধ্যমে তাৎক্ষনিক বিভিন্ন রিপোর্ট প্রেরণ করতে পারেন।
অর্থাৎ রোগী বাড়ীতে বসেই বিভিন্ন বড় বড় ডাক্তারের চিকিৎসা গ্রহন করতে পারে টেলিমেডিসিন
প্রযুক্তিতে। তাই বলা যায় টেলিমেডিসিন এক প্রকার সেবা। বাংলাদেশে সরকারী পর্যায়ে কয়েকটি
বিশেষায়িত হাসপাতালে এবং কয়েকটি জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে টেলিমেডিসিন সেবা
চালূ আছে।
রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?
ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং
টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?
ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে?
No comments
Don't share any link