হাব বলতে আমরা কি বুঝি?
হাব কি -স্টার টপোলজিতে অনেকগুলি কম্পিউটারকে যুক্ত করার জন্য কেন্দ্রীয়ভাবে যে ডিভাইসটি ব্যবহৃত হয় সেটি হল হাব। হাব তার সাথে সংযুক্ত সকল কম্পিউটারেই তথ্য প্রেরণ করে। কেন্দ্রীয়ভাবে হাবের মাধ্যমে কম্পিউটারসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে। হাব সিগন্যাল গ্রহণ করে এবং সিগন্যালের কোন প্রকার পরিবর্তন ছাড়া তা হাবের সাথে সংযুক্ত অন্য সকল কম্পিউটারে পাঠিয়ে দেয়। যেহেতু হাব সকল কম্পিউটারে তথ্য পাঠায় তাই ডেটা কলিশন সম্ভাবনা বেশি থাকে।
হাব (HUB) |
হাব দুই প্রকার যথা-
১. সক্রিয় হাব: এই প্রকার হাব সংকেত মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে। এজন্য একে ইন্টেলিজেন্ট হাবও বলা হয়।
২. নিস্ক্রিয় হাব: এই প্রকার হাব কেবলমাত্র কম্পিউটার সমূহের মধ্যে তথ্য আদান প্রদানে সহায়তা করে।
আরো কিছু প্রশ্ন
রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?
ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং
টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে?
সাধারণত রোমিং বলতে আমরা কি বুঝি?
No comments
Don't share any link