লজিক গেট,বুলিয়ান এ্যালজেবরার ব্যবহারিক।। মৌলিক গেইটগুলোর বিস্তারিত বিবরণ।
লজিক গেট
বুলিয়ান এ্যালজেবরার ব্যবহারিক প্রয়োগের জন্য ডিজিটাল সার্কিট (বর্তনী) ব্যবহার করা হয়। এ সকল ডিজিটাল সার্কিটকে লজিক গেট বলে। বুলিয়ান ফাংশন বাস্তবায়নের জন্য লজিক গেইট ব্যবহৃত হয়। বিভিন্ন ধরণের IC তৈরির মূলে রয়েছে এই লজিক গেইট। গেট হচ্ছে ইলেক্ট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহন করে এবং একটিমাত্র আউটপুট প্রদান করে।
মৌলিক গেইট
যে সকল গেইট বুলিয়ান অ্যালজেবরার মৌলিক অপারেশনগুলো এককভাবে সম্পাদন করতে পারে তাকে
মৌলিক গেইট বলে। ডিজিটাল বর্তনীতে ৩ টি মৌলিক লজিক গেইট ব্যবহার
হয়। যথা-
১) AND (অ্যান্ড) গেট
২) OR (অর) গেট ৩) NOT (নট) গেট
যৌগিক গেইট
দুই বা ততোধিক মৌলিক গেইটের সাহায্যে যে গেইট তৈরি হয় তাকে যৌগিক গেইট বলে।যৌগিক গেইট মৌলিক গেইটের উপর নির্ভরশীল। যৌগিক গেইট চারটি। যথা-
ন্যান্ড গেইট(NAND Gate)
নর গেইট(NOR Gate)
এক্স-অর গেইট(X-OR Gate)
এক্স-নর গেইট(X-NOR Gate
লজিক গেইটগুলোর বিস্তারিত বিবরণ
AND (অ্যান্ড) গেট
AND গেট যৌক্তিক গুনের সূত্রানুসারে কাজ করে। AND গেটের দুই বা ততোধিক ইনপুট ও ১ টি আউটপুট থাকে এবং সকল ইনপুট ১ হলেই কেবলমাত্র আউটপুট ১ হবে অন্যথায় আউটপুট ০ হবে। AND গেটের যদি দুটি ইনপুট A ও B হয় তবে আউটপুট হবে X=A.B
AND গেটের সত্যক সারনীঃ
Input |
Output |
|
A |
B |
A.B |
0 |
0 |
0 |
0 |
1 |
0 |
1 |
0 |
0 |
1 |
1 |
1 |
তিন ইনপুট বিশিষ্ট এন্ড গেইট(AND Gate)
তিন ইনপুট বিশিষ্ট এন্ড গেইট(AND Gate) |
OR (অর) গেট
OR গেট যৌক্তিক যোগের সূত্রানুসারে কাজ করে। OR গেটের দুই বা ততোধিক ইনপুট ও ১ টি আউটপুটথাকে এবং যে কোন একটি ইনপুট ১ হলেই আউটপুট ১ হবে অন্যভাবে বলা যায় সকল ইনপুট ০ হলেই কেবল আউটপুট ০ হবে। OR গেটের যদি দুটি ইনপুট A ও B হয় তবে আউটপুট হবে X=A+B
OR গেটের সত্যক সারনীঃ
Input |
Output |
|
A |
B |
A+B |
0 |
0 |
0 |
0 |
1 |
1 |
1 |
0 |
1 |
1 |
1 |
1 |
NOT (নট) গেট
NOT গেট বিপরীত সূত্রানুসারে কাজ করে।একমাত্র NOT গেটের একটি ইনপুট ও একটি আউটপুট থাকে এবংইনপুট আউটপুটের বিপরীত হয় অর্থাৎ ইনপুট ১ হলে আউটপুট ০ এবং ইনপুট ০ হলে আউটপুট ১ হয়। NOT গেটের ইনপুট A হলে আউটপুট X = Ā হবে।
Input |
Output |
A |
Ā |
0 |
1 |
1 |
0 |
HSC ICT এর প্রথম ও দ্বিতীয় অধ্যয়ের সব প্রশ্নের উত্তর এখানে
রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?
ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং
টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে?
সাধারণত রোমিং বলতে আমরা কি বুঝি?
Bluetooth কী? ব্লুটুথ এর বৈশিষ্ট্য লিখ
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
ডেটা ট্রান্সমিশন মোড কি?
তৃতীয় অধ্যয়ের সকল প্রশ্নের উত্তর
দুই ও তিন চলকের ক্ষেত্রে ডি-মরগানের সুত্র দুটি ও তার প্রমান।
ফ্লিপ-ফ্লপ কি? ফ্লিপ-ফ্লপ এর প্রকার ও ব্যবহার
ওয়েব পেজে একটি ইমেজ যুক্ত করার ট্যাগসমূহ
হাইপারলিংক কি? হাইপারলিংক করার জন্য ট্যাগটি উদাহরণ সহ বর্ণনা
HTML এ ব্যবহৃত মৌলিক ট্যাগগুলি বা HTML এর মৌলিক কাঠামো
ওয়েব পেজে একটি ইমেজ যুক্ত করার ট্যাগসমূহ
ফরমেটিং ট্যাগ বলতে কাকে বলে? ফরমেটিং ট্যাগগুলি কি কি
সার্বজনিন গেট কি? বিভিন্ন গেটে পারস্পরিক বাস্তবায়ন দেখাও।
একটি টেবিল তৈরীর ট্যাগগুলি উদাহরণসহ বর্ণনা
HTML কী? HTML এর সুবিধা অসুবিধা লিখ।
পাবলিশিং এর ধাপসমূহ বর্ণনা কর।
অ্যাডার (Adder) কি? অ্যাডার কত প্রকার ও কি কি?
রেজিস্টার (Register) কি? রেজিস্টারের ব্যবহার এবং প্রকারভেদ।
লজিক গেট,বুলিয়ান এ্যালজেবরার ব্যবহারিক।। মৌলিক গেইটগুলোর বিস্তারিত বিবরণ।
No comments
Don't share any link