ব্যান্ডওয়াইডথ অথবা ডেটা প্রেরণের গতি বা ডেটা ট্রান্সমিশন স্পিড কি? (What is bandwidth definition and bandwidth usage?

 

ব্যান্ডওয়াইডথ অথবা ডেটা প্রেরণের গতি বা ডেটা ট্রান্সমিশন স্পিড কাকে বলে এবং কত প্রকার? (Defination and types of bandwith)


ব্যান্ডউইথ

এক ইলেক্ট্রনিক্স ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রতি সেকেন্ডে যে পরিমান ডেটা স্থানান্তর হয় তাকে ব্যন্ডউইডথ বলে ব্যান্ডউইডথ বা স্পিড হলো ডেটা ট্রান্সমিশনের হার যার একক হলো bps ( bit per second) অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমান বিট ট্রান্সমিট হয় তাকে bps বা ব্যান্ডউইডথ বলে

ডেটা ট্রান্সফারের গতির উপর ভিত্তি করে ব্যান্ডওয়াইডথকে তিনভাগে ভাগ করা যায় যথা-   

) ন্যারো ব্যান্ড

) ভয়েস ব্যান্ড

) ব্রড ব্যান্ড    

 

ন্যারো ব্যান্ড

ন্যারো ব্যান্ড সাধারণত: ৪৫ থেকে ৩০০ bps (bit per second) পর্যন্ত ডেটা স্থানান্তর করে থাকে এই ব্যান্ডওয়াইডথ ধীর গতিতে ডেটা স্থনান্তরের ক্ষেত্রে ব্যবহৃত হয় টেলিগ্রাফের ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহৃত হয়


ভয়েস ব্যান্ড

ভয়েস ব্যান্ডের ডেটা স্থানান্তরের গতি সাধারনত: ৯৬০০ bps (bit per second) পর্যন্ত হয়ে থাকে  সাধরনত: টেলিফোনে, কীবোর্ড থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে প্রিন্টারে কিংবা কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহৃত হয়

How can we define voice bandwdith
Voice bandwidth 


 ব্রড ব্যান্ড

ব্রড ব্যান্ডের ডেটা স্থানান্তরের গতি মেগা বিট পার সেকেন্ড (1 mbps) বা তার চেয়েও উচ্চ গতির হয়ে থাকে সুতরাং উচ্চ গতি সম্পন্ন ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্রড ব্যান্ড ব্যবহৃত হয় সাধরণত: কো এক্সিয়াল কেবল ফাইবার অপটিক কেবল, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ কমিউনিকেশনে এই ব্যান্ড ব্যবহৃত হয়

What is broadband ?

Read more here.










সাইবার ক্রাইম মানে কি? 

কৃত্রিম বুদ্ধিমত্তা কি

ওয়াইম্যাক্স কি?

রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?

ক্রায়োসার্জারি মানে কি? 

অফিস অটোমেশন বলতে কি বুঝ?

 ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী,

জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির

তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?

ভার্চুয়াল রিয়েলিটি কী?

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?

দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং 

ন্যানো টেকনোলজি বলতে কি বুঝ? 



No comments

Don't share any link

Theme images by rusm. Powered by Blogger.