টুইস্টেড পেয়ার কেবল বা টেলিফোন লাইনের তার কি তাদের প্রকারভেদ ও ব্যবহার? (What is twisted pair cable definition and uses?)

 

টেলিফোন লাইনের তার বা টুইস্টেড পেয়ার কেবল  (Definition of Twisted Pair Cable)

টুইস্টেড পেয়ার কেবল

টুইস্টেড পেয়ার ক্যাবল হলো দুটি পরিবাহী কপার তারকে সুষমভাবে পেঁচিয়ে বাইরে একটি অপরিবাহী পদার্থ দ্বারা মোড়ানো তার যার দ্বারা টেলিফোন লাইনের কানেকশান বা স্বল্প খরচে কম দুরত্বে নেটওয়ার্ক তৈরি করা হয়

 

টুইস্টেড পেয়ার কেবল ব্যাখ্যা

টুইস্টেড শব্দের অর্থ পাকানো এবং পেয়ার শব্দের অর্থ জোড়া সুতরাং টুইস্টেড পেয়ার ক্যাবল হলো এক জোড়া পাকানো তার প্রতিটি তারের মধ্যে আবার ২জোড়া করে মোট (+ ) জোড়া তার ব্যবহৃত হয় তারগুলো ,,,,,,, নম্বরের ভিত্তিতে সংযোগ দেওয়া হয় প্রতি জোড়া তারের মধ্যে একটি কমন সাদা রংয়ের তার থাকে এবং অপর তারগুলো হয় নীল, গোলাপী, সবুজ বাদামী এই চার  রংয়ের থাকে প্রতিটি তারের ভিতরে একটি কপার কোর থাকে এবং কপার কোরের উপরে একটি প্লাস্টিক ইনসুলেটর থাকে টুইস্টেড পেয়ার কেবল কানেক্ট করার জন্য জঔ৪৫ (জবমরংঃবৎ ঔধপশ) বা জঔ১১ কানেক্টরের প্রয়োজন হয়

নিম্নের চিত্রে একটি টুইয়েস্টড পেয়ার ক্যাবল দেখানো হলো :




Twisted pair cable definition
Twisted Pair Cable 


 

 

টুইস্টেড পেয়ার ক্যাবল সাধারণত দুই প্রকার  

. আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল বা ইউটিপি,

. শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল বা এসটিপি

 

আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল বা UTP 

যে টুইস্টেড পেয়ার ক্যাবলে প্রটেকশন স্তর দেয়া থাকে না তাকে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল বা ইউটিপি ক্যাবল বলা হয় যেমন CAT-5, CAT-6| এই ধরনের ক্যাবলের ডেটা ট্রান্সমিশন রেট 10 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হয়ে থাকে এবং এই ক্যাবলের দুরত্ব ১০০ মিটারের মধ্যে সীমাবদ্ধ

শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল বা STP

যে টুইস্টেড পেয়ার ক্যাবলে প্রটেকশন স্তর দেয়া থাকে তাকে শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল বা এসটিপি ক্যাবল বলা হয় এই ধরনের ক্যাবলের ডেটা ট্রান্সমিশন রেট 16 Mbps থেকে 500 Mbps পর্যন্ত হয়ে থাকে এবং এই ক্যাবলের দুরত্ব ১০০ মিটারের মধ্যে সীমাবদ্ধ এই ক্যাবল মোটা শক্ত হওযায় মুভিং করা অসুবিধাজনক

Twisted pair cable diagram
Twisted Pair Cable Diagram


টুইস্টেড পেয়ার ক্যাবলের বৈশিষ্ট্য বা সুবিধা

. টুইস্টেড পেয়ার ক্যাবলের মধ্য দিয়ে সিগনাল কোন রকম পরিবর্তন ছাড়াই কয়েক কিলোমিটার পর্যন্ত এনালগ এবং ডিজিটাল দুই ধরনের ডেটা ট্রান্সমিশন করা যেতে পারে

. ক্যাবলের গঠন পাতলা হওয়ায় শেপে ভাঁজ করা যায় এবং সহজে ভেঙে যায় না

. টুইস্টেড পেয়ার ক্যাবলের মাধ্যমে নেটওয়ার্ক স্থাপন খরচ কম এবং সহজে স্থানান্তর করা যায়

 

টুইস্টেড পেয়ার ক্যাবলের অসুবিধা

.  এটি ব্যবহার করে ১০০ মিটারের বেশি দূরত্বে কোন ডেটা প্রেরণ করা যায় না

. এটিতে ডেটা ট্রান্সফার লস বেশি

 আরো কিছু প্রশ্ন

বিশ্বগ্রাম কি

ব্রিজ কী?

আউটসোর্সিং কী?

বায়োমেট্রিক পদ্ধতি আসলে কি?

সাইবার ক্রাইম মানে কি? 

কৃত্রিম বুদ্ধিমত্তা কি

ওয়াইম্যাক্স কি?

রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?

ক্রায়োসার্জারি মানে কি? 

অফিস অটোমেশন বলতে কি বুঝ?

 ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী,

জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির

তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?

ভার্চুয়াল রিয়েলিটি কী?

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?

দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং 

ন্যানো টেকনোলজি বলতে কি বুঝ? 

টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?

 ওয়াইফাই এর পূর্ণরূপ কি

ই-কমার্স কি? 

টুইস্টেড পেয়ার ক্যাবলের ব্যবহার

টেলিফোন লাইনের মধ্য দিয়ে কন্ঠস্বর ডেটা উভয় প্রকারের যোগাযোগে এই তার

ব্যবহৃত হয়এজন্য যোগাযোগের ক্ষেত্রে এধরনের তার পৃথিবীর প্রায় সব দেশে বহুলভাবে ব্যবহৃত হয়

LAN এর ক্ষেত্রে ধরনের ক্যাবল ব্যবহৃত হয়




 

No comments

Don't share any link

Theme images by rusm. Powered by Blogger.