টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?
টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স সম্পর্কে আলোচন কর।
টেলি কনফারেন্স (Tele-conference):
টেলিফোনের
মাধ্যমে ভিন্ন ভিন্ন ভৌগলিক দুরত্বে অবস্থিত কিছু ব্যাক্তির মধ্যে শুধুমাত্র ভয়েস ট্রান্সমিশনের
মাধ্যমে যে সভার আয়োজন করা হয় তাকে টেলি কনফারেন্স বলে।
ব্যাখ্যাঃ টেলি
কনফারেন্সিং-এ শুধু মাত্র একে অপরের সাথে কথা বলতে পারে কিন্তু কেউ কাউকে দেখতে পায়
না। ১৯৭৫ সালে মরি টারফ এ পদ্ধতি উদ্ভাবন করেন। টেলি কনফারেন্সের জন্য টেলিফোন সংযোগ,
কম্পিউটার, অডিও যন্ত্রপাতি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সফটওয়ার লাগে।
ভিডিও কনফারেন্স (Video conference):
ভিডিও
কনফারেন্স প্রযুক্তি হলে ভিন্ন ভিন্ন ভৌগলিক
দুরত্বে অবস্থিত কিছু ব্যাক্তি মোবাইল, কম্পিউটার, টিভি, ভিডিও ক্যামেরা ইত্যাদির মাধ্যমে
কোন আলোচনা সভায় সরাসরি অংশগ্রহনের সাহায্যে
কথোপকথন করতে পারে এবং সাথে সাথে কনফারেন্সে অংশগ্রহনকারীরা পরস্পরের ছবিও দেখতে পারে
।
What do you know about Teleconference and Videoconference? |
ব্যাখ্যাঃ ভিন্ন
ভিন্ন ভৌগলিক দুরতেত্ব অবস্থান করেও কোন সভায় স্বশরীরে অংশগ্রহন হলো ভিডিও কনফারেন্স।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে কনফারেন্সে অংশগ্রহনকারীরা পরস্পরের ছবি দেখতে পারে এবং
কথোপকথন করতে পারে। সাধারণ কনফারেন্সিং এর ক্ষেত্রে বক্তা এবং শ্রোতার একই স্থানে উপস্থিত
থাকতে হয় কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে
বক্তা এবং শ্রোতার একই স্থানে উপস্থিত থাকার প্রয়োজন হয় না। এ ক্ষেত্রে বক্তারা
যে যে স্থানে আছেন সে সে স্থানে একটি করে ভিডিও
ক্যামেরা ও টিভি সংযোগ স্থাপনের মাধমে যে কোন স্থান থেকে ভিডিও কনফারেন্সিং করা সম্ভব হয়। এর মাধ্যমে একই
সময়ে এক স্থান থেকে অন্য স্থানে যোগাযোগ স্থাপনের মাধ্যমে কথা বলা ও দেখা যায়। এই ব্যবস্থায়
কোন স্থানে সরাসরি উপস্থিত না হয়েও সরাসরি উপস্থিত হওয়ার ন্যায় আলোচনায় অংশগ্রহন করা
যায়। বর্তমানে স্বাস্থ, শিক্ষা, ব্যবসা বানিজ্য, রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ বিভিন্ন
খাতে ব্যবহৃত হচ্ছে। টেলিমেডিসিন সার্ভিসে সরাসরি ডাক্তার উপস্থিত না হয়েও ডাক্তার
ও রোগী পরস্পরকে দেখে চিকিৎসা সেবা দিতে পারছে। শিক্ষার্থী ঘরে বসে ক্লাসের পড়াশুনায়
অংশগ্রহন করতে পারছে। রাজনৈতিক নেতারা নির্দিষ্ট স্থানে উপস্থিত না হয়েও সরাসরি জনগনের
সাথে যোগাযোগ করতে পারছে। আমাদের দেশের লোকজন এখন স্কাইপি(skype) বা ইয়াহু ম্যাসেঞ্জার
ব্যবহার করে সহজেই ভিডিও কনফারেন্স করে থাকেন।
আরো কিছু প্রশ্ন
রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?
ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং
টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে?
সাধারণত রোমিং বলতে আমরা কি বুঝি?
Bluetooth কী? ব্লুটুথ এর বৈশিষ্ট্য লিখ
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
ডেটা ট্রান্সমিশন মোড কি?
টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স এর তুলনা এবং পার্থক্য
তুলনার বিষয় |
টেলিকনফারেন্সিং |
ভিডিও কনফারেন্সিং |
|
|
|
১. মূল
বৈশিষ্ট্য |
সভা সমাবেশেগুলো হয়ে
থাকে টেলিযোগাযোগের মাধ্যমে যা কথোপকথন এর মধ্যেই সীমাবদ্ধ। |
সভা সমাবেশে উপস্থিত লোকজন একে অপরকে স্ক্রিনে দেখতে পারে। |
২. যন্ত্রপাতি
ও সফটওয়্যার |
টেলিকনফারেন্সিং এ
ব্যবহৃত যন্ত্রপাতি ও সফটওয়্যারগুলো তুলনামূকভাবে কম শক্তিশালী হয়ে থাকে। |
ভিডিও কনফারেন্সিংয়ে তুলনামূলকভাবে অনেক বেশি যন্ত্রপাতি ও শক্তিশালী সফটওয়্যারের প্রয়োজন বেশি। |
৩. ব্যবহার |
মূলত ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়। |
ব্যবসায়-বাণিজ্যে, রাজনৈতিক, স্বাস্থ্যখাতের টেলিমেডিসিন সে শিক্ষাখাতে বেশি
ব্যবহৃত। |
No comments
Don't share any link