নেটওয়ার্ক সুইচ কাকে বলে|| সুইচ এর ব্যবহার কি
নেটওয়ার্ক সুইচ |
স্টার টপোলজিতে অনেকগুলি কম্পিউটারকে যুক্ত করার জন্য কেন্দ্রীয়ভাবে যে ডিভাইসটি ব্যবহৃত হয় সেটি হল সুইচ। সুইচ শুধুমাত্র নির্দিষ্ট টার্গেট কম্পিউটারেই তথ্য প্রেরণ করে। সুইচ এবং হাব কেন্দ্রীয় ডিভাইস হিসেবে একই কাজে ব্যবহৃত হয়। তবে হাব সিগনালটি গ্রহন করার পর তা হাবের সাথে সংযুক্ত সকল কম্পিউটারে পাঠায় আপরদিকে সুইচ প্রেরিত সিগনাল গ্রহন করার পর শুধুমাত্র নির্দিষ্ট টার্গেট কম্পিউটারে পাঠায়।
সুইচ নিদিষ্ট কম্পিউটারে পাঠাতে পারে বলে ডেটার সংঘর্ষ কম হয় । সুইচের অসুবিধা হলো হাবের তুলনায় দাম অপেক্ষাকৃত বেশি। সুইচ দ্বার ডেটা ফিল্টারিং সম্ভব হয় না।
আরো কিছু প্রশ্ন
রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?
ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং
টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে?
সাধারণত রোমিং বলতে আমরা কি বুঝি?
No comments
Don't share any link