Bluetooth কী? ব্লুটুথ এর বৈশিষ্ট্য লিখ।What is Bluetooth and how does it work?

ব্লুটুথ কী? ব্লুটুথ এর বৈশিষ্ট্য ও ব্যবহার  What is Bluetooth and how does it work?

ব্লুটুথ  Bluetooth

ব্লু-টুথ হলো স্বল্প দুরত্বে বিনা খরচে তথ্য আদান প্রদানের তারবিহিীন নেটওয়ার্ক ব্যবস্থা ইহা Wireless PAN প্রযুক্তি, যেখানে রেডিও ওয়েভ ব্যবহার করে ১০  মিটারের মধ্যের বিভিন্ন ডিভাইস যেমন- ল্যাপটপ, ট্যাব, পিডিএ, স্মার্টফোন ইত্যাদির মধ্যে তথ্য আদান প্রদান করা যায় এর স্টান্ডার্ড IEEE 802.15 এর সীমানা পাশাপাশি দুজনের মধ্যে বা ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ একটি কক্ষ

What do you mean by Bluetooth?
ব্লুটুথ হেডফোন


৯০০ খ্রীস্টাব্দের পরবর্তী সময়ে ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নামানুসারে এই প্রযুক্তির নামকরণ করা হয়। প্রথম দিকে যখন ব্লুটুথ আবিষ্কার হয় তখন ব্লুটুথ ১.০-এর তথ্য আদান-প্রদান-এর সর্বোচ্চ গতি ছিল সেকেন্ডে ১ মেগাবিট। বর্তমানে ব্লুটুথ ৫.০-এর সর্বোচ্চ গতি হল সেকেন্ডে ২ মেগাবাইট।

 

ব্লুটুথ এর বৈশিষ্ট্য সুবিধা

)ব্লু-টুথ WPAN প্রযুক্তি ব্যবহার করে ১০  মিটারের মধ্যে ডিভাইসের সাথে যোগাযোগ স্থাপন করতে . গিগাহার্টজ ফ্রিকুয়েন্সিতে কাজ করে

) ব্লু-টুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ক পিকোনেট বলে একটি পিকো-নেট এর আওতায় সর্বোচ্চ ২৫৫ টি দাস (slave) নোড থাকে যার মধ্যে সক্রিয় নোড থাকে  ৮টি ইহাা হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করে

) পৃথিবীর সকল ব্লু-টুথ একই স্টন্ডার্ড IEEE 802.15 অনুসরণ করায় এটি সকল ব্লু-টুথ ডিভাইসের জন্য ব্যবহারযোগ্য


What does Bluetooth mean
Bluetooth


ব্লু-টুথ এর ব্যবহার

বিভিন্ন ক্ষেত্রে ব্লুটুথের ব্যবহার হয়। নিম্নে কয়েকটি উল্লেখ করা হলো-

. স্মার্ট ফেন, ল্যাপটপ, ট্যাব, পিডিএ ইত্যাদি কম্পিউটারসহ বিভিন্ন ধরনের ডিভাইসের সাথে সংযোগ করার জন্য

ইন্ডাস্ট্রিয়াল ডেডিকেটেড টেলিহেলথ ডিভাইসগুলোতে সেন্সর ডাটাগুলোর short-range ডিভাইসের সেন্সরের সাথে যোগাযোগের জন্য।

. hands-free হেডসেটের সাথে মোবাইল ফোনের সংযোগ এর মাধ্যমে  সাউন্ড বা  ডাটা ট্রান্সফারে করা যায়।

৪. মোবাইল থেকে কম্পিউটারে বা কম্পিউটার থেকে মোবাইলে ফাইল স্থানান্তরে কাজে।

৫. পিসির ইনপুট ও আউটপুট ডিভাইস গুলোর সাথে তারবিহীন যোগাযোগে।

৬. বারকোড স্ক্যানার ও ট্রাফিক কন্ট্রোল ডিভাইস, চিকিৎসার যন্ত্রপাতি গুলোতে ।

 

ব্লু-টুথ এর অসুবিধা

অধিক দুরত্বে ডেটা আদান প্রদান করা যায় না

ডাটা ট্রান্সফার গতি অনেক কম

এর মাধ্যমে ডাটা ট্রান্সফারে নিরাপত্তা কম

ব্লুটুথ অপশন অন করা থাকলে ফোনের ব্যাটারির চার্জ বেশি খরচ হয়।


No comments

Don't share any link

Theme images by rusm. Powered by Blogger.