পাবলিশিং এর ধাপসমূহ বর্ণনা কর।
পাবলিশিং এর ধাপসমূহ |
১. ওয়েব পেজ ডিজাইন
ওয়েব ডিজাইন একটি ওয়েবসাইটের জন্য বাহ্যিক কাঠামো তৈরি করা, যেখান থেকে ভিজিটররা সহজে প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারে। ওয়েব ডিজাইনের মূল কাজটিই হচ্ছে একটি টেমপ্লেট তৈরি করা। ওয়েব ডিজাইনের জন্য HTML, CSS (ক্যাসকেডিং স্টাইল শীট) এডব ফটোশপ ইত্যাদি বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন।
২. ডোমেইন নেম রেজিষ্ট্রেশন
ডোমেইন হল ওয়েব পেজের অদ্বিতীয় ঠিকানা। ডোমেইন রেজিষ্ট্রেশন করার ফলে একটি IP এ্যাড্রেস ও একটি ডোমেইন পাওয়া যায়। ডোমেইন নেমটি কি ধরনের হবে তা পূর্বেই ঠিক করে নিতে হবে। কারন একবার একটি ডোমেইন রেজিষ্ট্রেশন করার পর পরিবর্তন করা কঠিন। ডোমেইন নেম নির্ধারণের ক্ষেত্রে যে বিষয়গুলি বিবেচ্য তা হল ডোমেইন নমেটি নিজের প্রতিষ্ঠান বা ব্যবসার সাথে সম্পর্কযুক্ত হলে ভাল হয়। ডোমেইন নেমটি যেন সহজ হয় যাতে মনে রাখা সহ হয়। ডোমেইন নেম সংখ্যা ব্যবহার না করাই ভাল।
৩. ওয়েব পেজ হোস্টিং
ওয়েব সার্ভারের একটি নির্দিষ্ট পরিমান জায়গা বা স্পেস ভাড়া নিয়ে সেখানে তথ্য আপলোড করাকে হোস্টিং বলে।
অর্থাৎ ওয়েব হোস্টিং হলো ওয়েব সার্ভারের একটি নির্দিষ্ট পরিমাণ মেমরি স্পেস যেখানে একটি নির্দিষ্ট IP এ্যড্রেস বা ডোমেইনের অধীনে ওয়েবপেজটি সংরক্ষণ করা হয়। হোস্টিং এর ফলে পেজটি ইন্টারনেটের সাথে যুক্ত হয়।
ওয়েব পেজ তৈরি করার পর তা যে কোন একটি নির্ভরযোগ্য ওয়েব সার্ভারে হোস্ট করার প্রয়োজন হয়। হোস্টিং না করলে পেজটি ইন্টারটের সাথে যুক্ত হয় না ফলশ্রুতিতে পেজটি কেউ দেখতেও পাবে না।হোস্টিং করার জন্য DNS সার্ভারের সাথে হোস্টিং সার্ভারের একটি লিংক তৈরি করে নিতে হয়। ওয়েব হোস্টিং এর জন্যও প্রত্যেক বছর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। ডোমেইন নেমটি রেজিষ্টার করার পর তা ওয়েব হোস্টিং কোম্পানীতে স্থানান্তর করতে হয়। বর্তমানে অবশ্য দেশে বিদেশে অনেক ওয়েব হোস্টিং কোম্পানি পাওয়া যায় যারা অর্থের বিনিময়ে নতুন ডোমেইন রেজিস্ট্রেশন ও হোস্ট করে দেয়। ওয়েব হোস্টিং করার পূর্বে ব্যবহারকারীকে বিবেচনায় আনতে হয়- হোস্টিং প্রতিষ্ঠান, ওয়েব স্পেস, ব্যায়, ব্যান্ডউইডথ, কানেকশন স্পীড, আপ টাইম ইত্যাদি। ওয়েব সাইটের গঠনগত কোনো পরিবর্তন বা কোনো সেবা ধরন ও পরিমান পরিবর্তন, হোস্টিং সার্ভার ও হোস্টিং প্রতিষ্ঠা পরিবর্তন করার জন্য কন্ট্রোল প্যানেল প্রয়োজন হয়।
৪. সার্চ ইঞ্জিনের সাথে ওয়েব সাইটটি সংযুক্ত
ওয়েব পেজটি বেশী প্রচারমুখী করার জন্য কোন জনপ্রিয় সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হবে। সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুলস বা ওয়েব সাইট
যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোন তথ্য খুঁজে বের করা যায়। সার্চ ইঞ্জিন হলো এমন একটি টুলস যা সমস্ত ইন্টারনেটের বিস্তৃত ওয়েব সাইটগুলিকে আয়ত্তের মধ্যে রাখে। জনপ্রিয় ও উল্লেখযোগ্য সার্চ ইঞ্জিনগুলি হলো
, Google.com, Yahoo.com, bing.com, ask.com, amazon.com,
Altavista.com ইত্যাদি।
HSC ICT এর প্রথম ও দ্বিতীয় অধ্যয়ের সব প্রশ্নের উত্তর এখানে
রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?
ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং
টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে?
সাধারণত রোমিং বলতে আমরা কি বুঝি?
Bluetooth কী? ব্লুটুথ এর বৈশিষ্ট্য লিখ
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
ডেটা ট্রান্সমিশন মোড কি?
তৃতীয় অধ্যয়ের সকল প্রশ্নের উত্তর
দুই ও তিন চলকের ক্ষেত্রে ডি-মরগানের সুত্র দুটি ও তার প্রমান।
ফ্লিপ-ফ্লপ কি? ফ্লিপ-ফ্লপ এর প্রকার ও ব্যবহার
ওয়েব পেজে একটি ইমেজ যুক্ত করার ট্যাগসমূহ
হাইপারলিংক কি? হাইপারলিংক করার জন্য ট্যাগটি উদাহরণ সহ বর্ণনা
HTML এ ব্যবহৃত মৌলিক ট্যাগগুলি বা HTML এর মৌলিক কাঠামো
ওয়েব পেজে একটি ইমেজ যুক্ত করার ট্যাগসমূহ
ফরমেটিং ট্যাগ বলতে কাকে বলে? ফরমেটিং ট্যাগগুলি কি কি
সার্বজনিন গেট কি? বিভিন্ন গেটে পারস্পরিক বাস্তবায়ন দেখাও।
একটি টেবিল তৈরীর ট্যাগগুলি উদাহরণসহ বর্ণনা
HTML কী? HTML এর সুবিধা অসুবিধা লিখ।
পাবলিশিং এর ধাপসমূহ বর্ণনা কর।
অ্যাডার (Adder) কি? অ্যাডার কত প্রকার ও কি কি?
রেজিস্টার (Register) কি? রেজিস্টারের ব্যবহার এবং প্রকারভেদ।
লজিক গেট,বুলিয়ান এ্যালজেবরার ব্যবহারিক।। মৌলিক গেইটগুলোর বিস্তারিত বিবরণ।
No comments
Don't share any link