লিস্টিং ট্যাগ কী? ordered এবং Unordered লিস্ট তৈরির ট্যাগসমূহ বর্ণনা কর।
একটি ওয়েব পেজের তথ্যগুলো সুন্দর করে ক্রম অনুযায়ী সাজানোর জন্য ব্যবহার করা হয় লিস্টিং ট্যাগ। HTML এ দুই ধরনের লিস্ট ব্যবহার করা যায়। একটি হলো অর্ডারড ordered) লিস্ট যেখানে প্রতিটি লাইনের একটি ক্রমিক নম্বর বা বর্ণ থাকবে এবং সেই অনুসারে সাজানো হবে। অর্ডারড লিস্ট শুরু হয় <ol> ট্যাগ দিয়ে। অন্যটি হলো আন-অর্ডারড (Unordered) লিস্ট যেখানে এই ধরনের কিছু থাকবে না শুধু মার্কিং করার জন্য বুলেট থাকবে। আন-অর্ডারড লিস্ট শুরু হয় <ul> ট্যাগ দিয়ে।এর এট্রিবিউট Type=" " | ol ট্যাগের Type ৪টি যথা 1, A, a, i তবে ডিফল্ট টাইপ 1 এবং ul ট্যাগের Type ৪টি যথা square, disc, cercle, none তবে ডিফল্ট টাইপ disc.
এরপর যেকোন নাম .html লিখে ওয়েব পেজটি সেভ করে যে কোন ব্রাউজিং সফটওয়ার (যেমন Internet Explor) ব্যবহার করে পেজটি ওপেন করলেই পেজটির আউটপুট পাওয়া যাবে। ফলাফল দেখাবে- order list এর জন্য নিন্মরুপ unorder
list এর জন্য নিন্মরুপ
|
||||
|
||||
একটি অডিও ফাইল সংযুক্ত করার ট্যাগ <embeded src
="sound1.wav" autostart="true" height="60"
width="60" loop="1">
একটি ভিডিও ফাইল সংযুক্ত করার ট্যাগ <embeded src
="video2.avt" autostart="true" loop="1">
autostart="true" দেওয়ার ফলে অডিও বা ভিডিও ফাইলটি অটোমেটিক বাজবে। এবং false দিলে উক্ত প্লেয়ারের উপর নিয়ন্ত্রন আনা যাবে।
বিভিন্ন ট্যাগের এট্রিবিউট সমূহঃ এট্রিবিউট
ট্যাগ |
এট্রিবিউট |
<body> |
background, bgcolor,style ‡hgb <body style="background-color : green> |
<p> |
align,style ‡hgb <p
style="text-align : center> ev <p
style="text-color : red> |
<font> |
color, size, face |
<table> |
border, align, wdth, height, bgcolor, cellspacing, cellpadding,
bordercolor
|
<tr> |
align, bgcolor |
<td>, <th> |
colspan, rowspan , align, wdth, height, |
<a> |
href, target, name |
<img> |
src, wdth, height, alt, align, border, |
<ol>, <ul> |
<ol> এর এট্রিবিউট type, start এবং <ul> এর এট্রিবিউট শুধু type |
Marquee |
direction, behavior, loop, scrolldely |
Input |
type, value, size, align |
<h1> to <h6> |
align |
বিশেষ ক্যারেক্টার সমূহ |
&nbps কেনো টেক্সটের মাঝে অতিরিক্ত স্পেস তৈরি করার জন্য &nbps ব্যবহার করা হয়। তবে এর পরিবর্তে <pre> ট্যাগ ব্যবহার করলে পূর্বের তৈরি কার ফরমেট অনুযায়ী প্রদর্শিত হবে। * এ star (*) চিহ্ন, < এ <চিহ্ন, > এ >চিহ্ন ও্ & এ & ব্যবহার করা যায়।
|
ওয়েব সাইটে বাংলা লেখার পদ্ধতি।
ওয়েব সাইটে দুই পদ্ধতিতে বাংলা লেখা যায়ঃ
১ম পদ্ধতিঃ ওয়েব পেজে ইউনিকোড ব্যবহার করে অভ্র সফটওয়ারের সাহায্যে সরাসরি বাংলা টাইপ করা যায়। তবে এক্ষেত্রে বাংলা টাইপ করার পর ফাইলটি save করার সময় save
as ডায়লগ বক্সের এর Encoding এর বক্সে ড্রপ ডাউন বাটনের সাহায্যে Unicode সিলেক্ট করে save করতে হবে।
২য় পদ্ধতিঃ প্রথমে যে কোন ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম যেমন M.S.Word
প্রোগ্রামে বাংলা টাইপ করে সেটি সিলেক্ট করে copy
করতে হবে। এরপর Notepad এ HTML কোডের ভিতর নির্দিষ্ট ট্যাগের মধ্যে ঐ copy করা অংশটি Paste করতে হবে। এবং font
ট্যাগের
এট্রিবিউট face =" " M.S.Word প্রোগ্রামে যে font
এ লেখাটি টাইপ করা হয়েছিল সেই font এর নাম উল্লেখ করতে হবে যেমন: <font face=" sutonnyMJ"> লিখতে হবে।
Thanks for reading my articles. If it is helpful for you please share to your friends.
HSC ICT এর প্রথম ও দ্বিতীয় অধ্যয়ের সব প্রশ্নের উত্তর এখানে
রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?
ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং
টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে?
সাধারণত রোমিং বলতে আমরা কি বুঝি?
Bluetooth কী? ব্লুটুথ এর বৈশিষ্ট্য লিখ
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
ডেটা ট্রান্সমিশন মোড কি?
তৃতীয় অধ্যয়ের সকল প্রশ্নের উত্তর
দুই ও তিন চলকের ক্ষেত্রে ডি-মরগানের সুত্র দুটি ও তার প্রমান।
ফ্লিপ-ফ্লপ কি? ফ্লিপ-ফ্লপ এর প্রকার ও ব্যবহার
ওয়েব পেজে একটি ইমেজ যুক্ত করার ট্যাগসমূহ
হাইপারলিংক কি? হাইপারলিংক করার জন্য ট্যাগটি উদাহরণ সহ বর্ণনা
HTML এ ব্যবহৃত মৌলিক ট্যাগগুলি বা HTML এর মৌলিক কাঠামো
ওয়েব পেজে একটি ইমেজ যুক্ত করার ট্যাগসমূহ
ফরমেটিং ট্যাগ বলতে কাকে বলে? ফরমেটিং ট্যাগগুলি কি কি
সার্বজনিন গেট কি? বিভিন্ন গেটে পারস্পরিক বাস্তবায়ন দেখাও।
একটি টেবিল তৈরীর ট্যাগগুলি উদাহরণসহ বর্ণনা
HTML কী? HTML এর সুবিধা অসুবিধা লিখ।
পাবলিশিং এর ধাপসমূহ বর্ণনা কর।
অ্যাডার (Adder) কি? অ্যাডার কত প্রকার ও কি কি?
রেজিস্টার (Register) কি? রেজিস্টারের ব্যবহার এবং প্রকারভেদ।
লজিক গেট,বুলিয়ান এ্যালজেবরার ব্যবহারিক।। মৌলিক গেইটগুলোর বিস্তারিত বিবরণ।
No comments
Don't share any link