বুলিয়ান এ্যালজেবরা বলতে আমরা কি বুঝি? বুলিয়ান স্বতঃসিদ্ধ সমুহ কি কি? বুলিয়ান এ্যালজেবরার উপপাদ্যগুলো কি কি?
বুলিয়ান এ্যালজেবরা
১৮৪৭ সালে ইংরেজ গণিতজ্ঞ জর্জ বুলি সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেবরা নিয়ে আলোচনা করেন। তিনি ইলেক্ট্রনিক্স দেওয়া হয় বুলিয়ান এ্যালজেবরা।
বলিয়ান অ্যালজেবরা মুলত লজিকের সত্য (true) on, I মিথ্যা (false) off এই দুই স্তরের উপর ভিত্তি করে তৈরী হয়েছে।
ডিভাইসের
কার্যকারিতা
বুঝাতে গণিতে যুক্তির ব্যবহার দেখান । তাঁর নামানুসারে এই এ্যালজেবরার নাম ।
বুলিয়ান
এ্যালজেবরার
সত্য(true) কে বাইনারী ১ ও মিথ্যাকে (false) কে বাইনারী ০ দিয়ে প্রকাশ করা হয়। ডিজিটাল কম্পিউটারের সমস্ত গাণিতিক ও যুক্তিমূলক কাজ বুলিয়ান এ্যালজেবরার মাধ্যমে সম্পন্ন হয়।
বাইনারী ১ (on) এর ভোল্টেজ লেবেল +2V থেকে + 5V ও বাইনারী ০ (off) এর ভোল্টেজ লেবেল +0.8V থেকে +2V এবং +0.8 V থেকে +2V অসংজ্ঞায়িত ভোল্ট।
বুলিয়ান ধ্রুবক
যে রাশির মান পরিবর্তন হয় না অর্থাৎ সবসময় অপরিবর্তিত থাকে তাকে বুলিয়ান ধ্রুবক বলে। যেমন: ০ ও ১।
বুলিয়ান চলকযে রাশির মান পরিবর্তন হয় অর্থাৎ কখনও ০ অথবা ১ হয় তাকে বুলিয়ান চলক বলে। যেমনঃ A ও A ।
বুলিয়ান স্বতঃসিদ্ধ সমুহ: বুলিয়ান এ্যালজেবরার শুধুমাত্র বুলিয়ান যোগ ও গুন এর সাহায্যে সমস্ত কাজ করা হয়। যোগ ও গুনের ক্ষেত্রে বুলিয়ান এ্যালজেবরা কতকগুলো স্বতঃসিদ্ধ নিয়ম মেনে চলে। এই নিয়মগুলিকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। বুলিয়ান স্বতঃসিদ্ধ সমুহনিন্মরুপ:
|
No comments
Don't share any link