রেজিস্টার (Register) কি? রেজিস্টারের ব্যবহার এবং প্রকারভেদ। রেজিস্টর কি? কিভাবে কাজ করে, রেজিস্টর এর প্রকারভেদ
রেজিস্টার
রেজিস্টার হল এক গুচ্ছ ফ্লিপ-ফ্লপ যার প্রত্যেকটি ১ বিট করে সংরক্ষণ করতে পারে। একটি n-bit রেজিষ্টারের n সংখ্যক ফ্লিপ-ফ্লপ থাকে যা n bit বাইনারী তথ্য সংরক্ষণ করতে পারে। রেজিষ্টার কয়েক প্রকার হয়ে থাকে।
তৃতীয় অধ্যয়ের প্রশ্নের উত্তর
HTML কী? HTML এর সুবিধা অসুবিধা লিখ।
পাবলিশিং এর ধাপসমূহ বর্ণনা কর।
অ্যাডার (Adder) কি? অ্যাডার কত প্রকার ও কি কি?
রেজিস্টার (Register) কি? রেজিস্টারের ব্যবহার এবং প্রকারভেদ।
লজিক গেট,বুলিয়ান এ্যালজেবরার ব্যবহারিক।। মৌলিক গেইটগুলোর বিস্তারিত বিবরণ।
প্যারালাল রেজিস্টার
প্যারালাল লোড রেজিস্টার হল এমন এক ধরনের রেজিষ্টার যেখানে একটি কমন ক্লক পালসে এক সাথে অনেকগুলি বাইনারী বিট লোড করতে পারে।
প্যারালাল রেজিস্টার |
শিফট রেজিস্টার
যে রেজিষ্টার প্রতিটি ক্লক পালসে ১টি করে বিট বামে কিংবা ডানে কিংবা উভয়দিকে স্থানান্তর (শিফট) করতে পারে তাকে শিফট রেজিষ্টার বলে।
রেজিস্টারের ব্যবহার
রেজিস্টার সিপিইউ এর অর্ন্তগতমেমোরি ডিভাইস যা অস্থায়ীভাবে ডেটা সঞ্চিত করে রাখে। ক্যাশ মেমোরি হিসাবে রেজিস্টার বহুল ব্যবহৃত হয়। বিভিন্ন প্রকার প্রিন্টার ও কী বোর্ডের বাফারে রেজিষ্টার ব্যবহৃত হয়।ক্যালকুলৈটর ও ডিজিটাল ঘড়িতেও সাময়িক তথ্য সংরক্ষণের জন্য রেজিষ্টার ব্যবহৃত হয়।
একটি 4
bit শিফট রেজিস্টারের চিত্রসহ কার্যপ্রনালী দেখানো হল।
শিফট রেজিস্টারে এক গুচ্ছ ফ্লিপ-ফ্লপ চেইন আকারে একটির সাথে অপরটি যুক্ত থাকে যাতে একটি ফ্লিপ-ফ্লপের আউটপুট পরবর্তী ফ্লিপ-ফ্লপের ইনপুটের সাথে সংযুক্ত থাকে। সকল ফ্লিপ-ফ্লপে একটি কমন ক্লক পালস দেওয়া হয় যা একটি অবস্থা থেকে অপর অবস্থায় পরিবর্তিত হয়। ইহা Left শিফট বা Right শিফট রেজিষ্টার হতে পারে। নিচের চিত্রে
D ফ্লিপ-ফ্লপ দ্বারা তেরী একটি সরলতম
4 bit Left শিফট রেজিস্টারের গঠন দেখানো হলো এবং কার্যপ্রনালী বর্ণনা করা হলো।
কার্যপ্রনালী
ধরা যাক শিফট রেজিস্টারে আমরা বাইনারী সংখ্যা ১০১১লোড করব। এই ৪ বিট বাইনারী সংখ্যা লোড করার জন্য ৪ টি ক্লক পালস দিতে হবে। তাহলে নিন্মরুপভাবে কাজ করবে।
তৃতীয় অধ্যয়ের প্রশ্নের উত্তর
হাইপারলিংক কি? হাইপারলিংক করার জন্য ট্যাগটি উদাহরণ সহ বর্ণনা
HTML এ ব্যবহৃত মৌলিক ট্যাগগুলি বা HTML এর মৌলিক কাঠামো
ওয়েব পেজে একটি ইমেজ যুক্ত করার ট্যাগসমূহ
ফরমেটিং ট্যাগ বলতে কাকে বলে? ফরমেটিং ট্যাগগুলি কি কি
সার্বজনিন গেট কি? বিভিন্ন গেটে পারস্পরিক বাস্তবায়ন দেখাও।
কাউন্টার
count শব্দের অর্থ গণনা করা। counter এ দেওয়া ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারে। কাউন্টার হলো এক ধরনের রেজিষ্টার যা একগুচ্ছ ফ্লিপ-ফ্লপ দ্বারা তৈরি করা হয়। একটি n-bit বাইনারী কাউন্টার n সংখ্যক ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত যা 0 থেকে 2n-1 পর্যন্ত pulse গণনা করতে পারে।কাউন্টার দুই প্রকার। যথা-
১) সিনক্রেনাস কাউন্টার
যে কাউন্টারে একটি কমন ক্লক পালস দ্বারা সবগুলি ফ্লিপ-ফ্লপ active হয় এবং ফ্লিপ-ফ্লপের অবস্থার পরিবর্তন ঘটায় তাকে সিনক্রোনাস কাউন্টার বলে।
২) অ্যাসিনক্রোনাস কাউন্টার
যে কাউন্টারে একটি ফ্লিপ-ফ্লপের আউটপুট অন্য ফ্লিপ-ফ্লপের ক্লক পালস হিসেবে ব্যবহৃত হয় তাকে অ্যাসিনক্রোনাস কাউন্টার বলে। এ ক্ষেত্রে সবগুলি ফ্লিপ-ফ্লপ একই সংগে ক্লক পালস পায় না। অ্যাসিনক্রোনাস কাউন্টারকে রিপল কাউন্টারও বলা হয়। ০ থেকে শুরু করে উপরের দিকে (ছোট থেকে বড়) গণনা করলে তাকে বলে রিপল-আপ কাউন্টার এবং উপর থেকে শুরু করে ০ এর দিকে
(বড় থেকে ছোট) গণনা করলে তাকে বলে রিপল-ডাউন কাউন্টার।
তৃতীয় অধ্যয়ের সকল প্রশ্নের উত্তর
দুই ও তিন চলকের ক্ষেত্রে ডি-মরগানের সুত্র দুটি ও তার প্রমান।
ফ্লিপ-ফ্লপ কি? ফ্লিপ-ফ্লপ এর প্রকার ও ব্যবহার
ওয়েব পেজে একটি ইমেজ যুক্ত করার ট্যাগসমূহ
একটি টেবিল তৈরীর ট্যাগগুলি উদাহরণসহ বর্ণনা
কাউন্টারের ব্যবহার
ইভেন্ট গণনার কাজে, ক্লক পালসের সংখ্যা গণনার কাজে,বিভন্ন টাইমিং সিগনাল প্রদান করতে, বৈদ্যুতিক স্পন্দন গণনার কাজে, ডিজিটাল ঘড়ি তৈরিতে, ডিজিটাল ইলেট্রনিক্সের বিভিন্ন অপারেশন কন্ট্রোল করতে, প্যারালাল ডেটাকে সিরিয়াল ডেটায় রুপান্তর করতে, এনালগ সিগনালকে ডিজিটাল সিগনালে রুপান্তর করতেকাউন্টার ব্যবহৃত হয়।
মোড নাম্বার
একটি কাউন্টার আলাদা আলাদা যতগুলি স্টেট গণনা করতে পারে তাকে ঐ কাউন্টারের মোড নাম্বার বলে। ফ্লিপ-ফ্লপের সংখ্যার উপর ভিত্তি করে কাউন্টারের মোড নাম্বার গণনা করা হয়।
3 bit বাইনারী রিপল-আপ কাউন্টারের গঠনঃ
নিচের চিত্রে
T ফ্লিপ-ফ্লপ দ্বারা তেরী একটি 3 bit বাইনারী রিপল-আপ কাউন্টারের গঠন দেখানো হলো এবং কার্যপ্রনালী বর্ণনা করা হলো।
3 bit বাইনারী রিপল কাউন্টারের সাহায্যে বাইনারী সংখ্যা কিভাবে গণনা করা হয় তা নিচে দেখানো হলো
কার্যপ্রনালী * FF0 ফ্লিপ-ফ্লপে ক্লক পালস দিলে প্রতিবার টোগল করউে। অর্থাৎ প্রতিবার 0 থেকে 1এবং 1 থেকে 0 হবে। * FF0 ফ্লিপ-ফ্লপের আউটপুট Q0 FF1 এর ক্লক পালস হিসেবে কাজ করবে। অতএব শুধু যখন Q0=1 হবে তখনই FF1 টোগল করবে। অর্থাৎ প্রতি দুইবার পরপর FF1 এ টোগল করবে। * FF1 ফ্লিপ-ফ্লপের আউটপুট Q1 FF2 এর ক্লক পালস হিসেবে কাজ করবে।অতএব শুধু যখন Q1=1 হবে তখনই FF2টোগল করবে। অর্থাৎ প্রতি চারউার পরপর FF2 এ টোগল করবে। |
Thanks for reading my articles. If it is helpful for you please share to your friends.
HSC ICT এর প্রথম ও দ্বিতীয় অধ্যয়ের সব প্রশ্নের উত্তর এখানে
রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?
ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং
টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে?
সাধারণত রোমিং বলতে আমরা কি বুঝি?
Bluetooth কী? ব্লুটুথ এর বৈশিষ্ট্য লিখ
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
ডেটা ট্রান্সমিশন মোড কি?
No comments
Don't share any link