কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কী এবং কি কাজে ব্যবহৃত হয়?
গেটওয়ে হল -
আলাদা আলাদা প্রেটাকলের মধ্যে অবস্থিত দুই বা ততোধিক নেটওয়ার্ক সংযুক্ত করে বৃহৎ নেটওয়ার্ক গড়ে তোলে গেটওয়ে। গেটওয়ে ও রাউটার একই কাজ করে অর্থাৎ নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করে। কিন্তু আলাদা আলাদা প্রেটাকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ক সংযুক্ত করে ডেটা আদান প্রদানের পদ্ধতিকে গেটওয়ে বলে। রাউটারের চেয়েও অধিক শক্তিশালী ও বুদ্ধিমান ডিভাইস হল গেটওয়ে। অর্থাৎ গেটওয়ে হল এমন এক ধরনের ডিভাইস, যা
১/ ডাটার কলিশন সম্ভাবনা কমে,
২/ প্রটোকল বিশিষ্ঠ নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।
আরো কিছু প্রশ্ন
রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?
ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং
টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে?
সাধারণত রোমিং বলতে আমরা কি বুঝি?
Bluetooth কী? ব্লুটুথ এর বৈশিষ্ট্য লিখ
Changed Assignment for the students of HSC-2022 || 3rd Week Assignment
No comments
Don't share any link