ফ্লোচার্ট (Flowchart) কি? ফ্লোচার্টের কত প্রকার ও সুবিধা কি কি?
ফ্লোচার্ট (Flowchart) কাকে বলে? ফ্লোচার্টের প্রকারভেদ ও সুবিধা।
ফ্লোচার্ট বা প্রবাহচিত্র
ফ্লোচার্ট হলো এ্যালগরিদমের চিত্রিতরূপ। অ্যালগরিদমের ধাপগুলি চিত্র আকারে তুলে ধরাই হলো ফ্লোচার্ট। অর্থাৎ প্রোগ্রামের ধাপগুলো চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকেই বলা হয় ফ্লোচার্ট বা প্রবাহচিত্র।
ফ্লোচার্ট দুই প্রকার যথাঃ - (১) সিস্টেম ফ্লোচার্ট ও (২) প্রোগ্রাম ফ্লোচার্ট।
(১) সিস্টেম ফ্লোচাট
কোন সংস্থা বা সংগঠনের সকল কাজের ধারাবহিকতা একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে সিস্টেম ফ্লোচার্ট বলে। সিস্টেম ফ্লোচার্টের সমস্ত কাজ কম্পিউটার নিয়ন্ত্রিত নাও হতে পারে।
(২) প্রোগ্রাম ফ্লোচার্ট
কম্পিউটারের সাহায্যে সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম রচনার ধারাবাহিক কার্যপ্রনালী চিত্রের মাধ্যমে প্রকাশ করলে তাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলে। প্রোগ্রাম ফ্লোচার্টের সকল কার্য ধারা অবশ্যই কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত।
ফ্লোচার্ট অ্কংনের নিয়ম বা বৈশিষ্ট্য
i) স্টান্ডার্ড ও প্রচলিত প্রতীক ব্যবহার করে ফ্লোচার্ট অঙ্কণ করতে হবে। চিহ্নগুলি ছোট বা বড় যাই হোক চিহ্নের আকৃতি একই হবে।
ii) ফ্লোচার্টের প্রবাহ নির্দেশ করার জন্য ওপর থেকে নীচ বা বাম থেকে ডান তীর চিহ্ন দিতে হবে।
iii) ফ্লোচার্ট তৈরির সময় সংযোগ যত কম তত ভালো। বেশি সংযোগ রেখার স্থলে সংযোগ প্রতীক ব্যবহার করতে হবে।
iv) প্রত্যেকটি প্রতীকের ভিতরের লেখা সহজ ও সংক্ষিপ্ত হতে হবে।
v) এক পৃষ্টায় ফ্লোচার্ট শেষ না হলে পরবর্তী পৃষ্টার শুরুতে একটি সংযোগ চিহ্ন (বৃত্ত) ব্যবহার করতে হয়।
ফ্লোচার্টের সুবিধা
i) সহজে প্রোগ্রামের উদ্দেশ্য ও প্রোগ্রাম পক্রিয়াকরণের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে।
ii) প্রোগ্রামে ভুল নির্ণয়ে, ভুল সংশোধনে ও
পরিবর্তনে সাহায্য করে।।
iii) সহজে ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা সম্ভব এবং এক নজর দেখেই প্রোগ্রামটি সম্পর্কে সম্পুর্ণ ধারণা লাভ করা যায়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং
টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে?
সাধারণত রোমিং বলতে আমরা কি বুঝি?
Bluetooth কী? ব্লুটুথ এর বৈশিষ্ট্য লিখ
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
ডেটা ট্রান্সমিশন মোড কি?
টেলিফোন লাইনের তার কি তাদের প্রকারভেদ ও ব্যবহার
তৃতীয় অধ্যয়ের সকল প্রশ্নের উত্তর
দুই ও তিন চলকের ক্ষেত্রে ডি-মরগানের সুত্র দুটি ও তার প্রমান।
ফ্লিপ-ফ্লপ কি? ফ্লিপ-ফ্লপ এর প্রকার ও ব্যবহার
ওয়েব পেজে একটি ইমেজ যুক্ত করার ট্যাগসমূহ
হাইপারলিংক কি? হাইপারলিংক করার জন্য ট্যাগটি উদাহরণ সহ বর্ণনা
HTML এ ব্যবহৃত মৌলিক ট্যাগগুলি বা HTML এর মৌলিক কাঠামো
ওয়েব পেজে একটি ইমেজ যুক্ত করার ট্যাগসমূহ
ফরমেটিং ট্যাগ বলতে কাকে বলে? ফরমেটিং ট্যাগগুলি কি কি
সার্বজনিন গেট কি? বিভিন্ন গেটে পারস্পরিক বাস্তবায়ন দেখাও।
একটি টেবিল তৈরীর ট্যাগগুলি উদাহরণসহ বর্ণনা
HTML কী? HTML এর সুবিধা অসুবিধা লিখ।
পাবলিশিং এর ধাপসমূহ বর্ণনা কর।
অ্যাডার (Adder) কি? অ্যাডার কত প্রকার ও কি কি?
রেজিস্টার (Register) কি? রেজিস্টারের ব্যবহার এবং প্রকারভেদ।
লজিক গেট,বুলিয়ান এ্যালজেবরার ব্যবহারিক।। মৌলিক গেইটগুলোর বিস্তারিত বিবরণ।
No comments
Don't share any link