প্রোগ্রাম কাকে বলে? একটি আদর্শ প্রোগ্রাম এর বৈশিষ্ট্য কি কি?
প্রোগ্রাম কাকে বলে? একটি আদর্শ প্রোগ্রাম এর বৈশিষ্ট্য কি কি?
একটি উত্তম বা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য
কম্পিউটারের সাহায্যে কোন সমস্যার সমাধানের জন্য পর্যায়ক্রমিকভাবে সাজানো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে।প্রোগ্রামের সাহয্যে অনেক জটিল সমস্যার সহজে ও অল্প সময়ে সমাধান করা যায়। তবে প্রতিটি উত্তম প্রোগ্রামের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকা বাঞ্চনীয়। একটি উত্তম বা আদর্শ প্রোগ্রামের গুরুত্বপূণ বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ-
প্রোগ্রামের এ্যালগরিদম, ফ্লোচার্ট, সুডোকোড ইত্যাদি সহজভাবে প্রণয়ন করা, যাতে প্রোগ্রামের ধাপগুলো সহজেই বোঝা যায়।
প্রোগ্রামের ফ্লোচার্ট সুস্পষ্টভাবে উপস্থাপন করা, যাতে প্রোগ্রাম নির্বাহের পর্যায়ক্রম এবং লুপিং স্পষ্টভাবে বোঝা যায়। চলক ও ধ্রুবক, ইত্ সন্নিবেশিত করা।
প্রোগ্রাম যথাসম্ভব সরল, সংক্ষিপ্ত ও বোধগম্য হওয়া। এবং প্রোগ্রামের অস্পষ্টতা, যুক্তির অসঙ্গতি, সীমাবদ্ধতা, জটিলতা ইত্যাদি না থাকা।
প্রোগ্রামে ব্যবহৃত চলকগুলো অর্থপূর্ণ হওয়া এবং নির্ভূল কোডিং বিশিষ্ট ও বাগবিহীন প্রোগ্রাম রচনা কর।
অতিরিক্ত লুপ ব্যবহার না করা এবংপ্রেগ্রামের প্রকৃতি ও ধরণ অনুযায়ী উপযুক্ত ভাষা নির্বাচন করা।
আরো পড়ুন
রোবটিকস বা রোবট কি?রোবটের গঠনগত উপাদানসমূহ কি কি?
ই-হেলথ কী? টেলিমেডিসিন একটি সেবা আলোচানা কর।
জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির
তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতাগুলি কি কি?
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে?
দুরশিক্ষণ বা ডিসট্যান্স লার্নিং
টেলি কনফারেন্স ও ভিডিও কনফারেন্স কী?
No comments
Don't share any link