Class 9 English - Opinion Matters | Lesson 1.3.3 - Theodore Roosevelt | Class Nine English Book 2024






Welcome to Digital Learning!! In this topic, we will be going through Class 9 English 1.3.3, specifically Page 12 & 13, Text 2, titled "Opinion Matters." This lesson is part of Unit 1 and will help students enhance their critical thinking skills by identifying facts and opinions within texts. Then, discuss in pairs/ groups to identify the facts and opinions in the texts. Afterwards, write down the strategies you used to distinguish between facts and opinions.






                                            
 Theodore Roosevelt is best known as the twenty-sixth President of the United  States, but this dynamic, multi-talented, charismatic man became a hero to millions of Americans for many other reasons.


থিওডোর রোসাভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ছাব্বিশতম রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক পরিচিত, তবে এই প্রগতিশীল, বহুদিকে মেধাবী, মুগ্ধকারী মানুষটি আরও অনেক কারণে লক্ষ-লক্ষ আমেরিকানদের কাছে আদর্শ ছিলেন।
Theodore Roosevelt is best known as the twenty-sixth President of the United States, but this dynamic, multi-talented, charismatic man became a hero to millions of Americans for many other reasons.
থিওডোর রোসাভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ছাব্বিশতম রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক পরিচিত, তবে এই প্রগতিশীল, বহুদিকে মেধাবী, মুগ্ধকারী মানুষটি আরও অনেক কারণে লক্ষ-লক্ষ আমেরিকানদের কাছে আদর্শ ছিলেন।
A country's success, Roosevelt stated, depends on disciplined work and character, and democracies require leaders of the best character to hold all citizens to the highest standards. This is what he said:

রোসাভেল্ট বলেন, একটি দেশের সাফল্য নির্ভর করে সুশৃঙ্খল কাজ এবং চরিত্রের ওপর, এবং গণতন্ত্রে সব নাগরিকদেরকে সর্বোচ্চ মান ধরে রাখার জন্য সর্বোত্তম চরিত্রের নেতাদের প্রয়োজন। তিনি বলেন:
It is not the critic who counts; not the man who points out how the strong man stumbles, or where the doer of deeds could have done them better.

এটি সমালোচকে নিয়ে নয়, শক্তিশালী মানুষটি কীভাবে হোঁচট খেয়ে পড়ে গেল সেটিও নয়, অথবা যে লোকটি কাজটি আরো ভালো করে করতে পারতো তাকে নিয়েও নয়।
The credit belongs to the man who is actually in the arena, whose face is marred by dust and sweat and blood; who strives valiantly; who errs, and comes short again and again because there is no effort without error and shortcoming;
কৃতিত্বটি সেই লোকেরই যিনি আসলে মাঠে-ময়দানে লড়াই করছেন, যার মুখে ধুলো-ঘাম এবং রক্ত মেখে আছে; যে বীরত্বের সাথে লড়াই করে যায়; যে ভুল করে, এবং বারবার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় কারণ ভুল ও পরাজয় না থাকলে প্রচেষ্টা থাকে না;
but who does actually strive to do the deeds; who knows the great enthusiasms, the great devotions; who spends himself in a worthy cause;

কিন্তু যিনি প্রকৃতপক্ষে কাজ করার জন্য প্রচেষ্টা করেন; যার ভেতর বিশাল উদ্দীপনা আছে, নিষ্ঠা আছে; যিনি নিজের সময়কে একটি যোগ্য/মহৎ উদ্দেশ্যে ব্যয় করেন;
who at the best knows, in the end, the triumph of high achievement, and who at the worst, if he fails, at least fails while daring greatly, so that his place shall never be with those cold and timid souls who know neither victory nor defeat.
যিনি সবচেয়ে ভাল জানেন, সব শেষে, সবচেয়ে বড় কিছু অর্জন করেন, এবং যিনি সবচেয়ে খারাপ সময়ে, যদি তিনি ব্যর্থ হন, অন্ততপক্ষে সাহসিকতার সাথে লড়াই করে ব্যর্থ হন, যাতে তার স্থান কখনই সেই নিষ্ক্রিয় এবং ভীরু মানুষদের সারিতে রাখা না হয়, যারা বিজয় জানে না বা পরাজয়ও জানে না।



Here is some Answer 




Class Nine English Book 2024




Lesson 1.3.3 - Theodore Roosevelt | Class Nine English Book 2024




Class 9 English - Opinion Matters |  | Class Nine English Book 2024







Erenst Hemingway






Thanks for reading my articles. If it is helpful for you please share to your friends.

No comments

Don't share any link

Theme images by rusm. Powered by Blogger.